বুধবার, ২৯ জুন, ২০১৬, ০১:৫২:৫৮

বাংলাদেশকে নতুন একটি সুখবর দিতে যাচ্ছে আইসিসি!

বাংলাদেশকে নতুন একটি সুখবর দিতে যাচ্ছে আইসিসি!

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে একটি সুখবর দিতে যাচ্ছে আইসিসি। তবে বাংলাদেশ ছাড়াও এই খবরে খুশি হবে আরও বেশ কয়েকটি দেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেয় বাছাই পর্ব খেলে।

বাছাই পর্ব খেলে সুপার টেনে ওঠে বাংলাদেশ। আইসিসি চাচ্ছে আরও দল বাড়াতে। ১০ দলের পরিবর্তে ১২ টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক করতে চায় আইসিসি।

২০১৮ বিশ্বকাপে সুপার টুয়েলভ চালু করতে চায় আইসিসি। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে এই সুখবর দিতে যাচ্ছে আইসিসি! কেননা এটি হলে বাংলাদেশকে আর বাছাই পর্ব খেলতে হবে না।

এছাড়া আরও দুটি দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে। এই আভাসে খুশি হংকংয়ের প্রধান নির্বাহী টিম কাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন তাদের। আইসিসির চলমান সভায় কথা হচ্ছে এসব বিষয়ে।
২৯ জুন ২০২৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে