বুধবার, ২৯ জুন, ২০১৬, ০২:৩৪:৫৮

২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যুর জন্য দুটি দেশের নাম প্রকাশ

২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যুর জন্য দুটি দেশের নাম প্রকাশ

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৬ টি-টোয়েন্টি হয় ভারতের মাটিতে। আইসিসিতে চলছে মিটিং। নানা বিষয় চূড়ান্ত হবে মিটিংয়ে। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে এ নিয়েও চলে আলোচনা। ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যুর জন্য দুটি দেশের নাম প্রকাশ।

২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে এমন দুটি দেশের নাম জানিয়েছে ইসপিএন। বিশ্বকাপের জন্য দল সংখ্যা বাড়ানো ও ভেন্যু চূড়ান্ত করবে আইসিসি। ইএসপিএন জানিয়েছে, দল সংখ্যা বাড়ানো ও ভেন্যুর বিষয়ে মিটিং করছে আইসিসি।

আইসিসি আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়ে ভাবছে। এই মিডিয়ার ভাষ্য, ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু হতে পারে ওই দুটি দেশ।
২৯ জুন ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে