বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৫:১৮:০০

টি-২০ বিশ্বকাপে যুক্ত হচ্ছে আরো দুই দল

টি-২০ বিশ্বকাপে যুক্ত হচ্ছে আরো দুই দল

স্পোর্টস ডেস্ক: কয়েক মাস আগে ভারতের মাটিতে শেষ হওয়া টি-২০ বিশ্বকাপ ছিল দুই পর্বের। বাছাই এবং মূল পর্ব। আইসিসির পূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও বাছাই পর্ব খেলতে হয়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে খেলতে পেরেছিল বাংলাদেশ এবং আফগানিস্তান।

তবে এবার আগের সেই সিস্টেম থেকে সরে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবারসির ১২টি দেশ নিয়েই চূড়ান্ত পর্ব আয়োজনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা।

২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই এই সিদ্ধান্ত কার্যকরের চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে আইসিসি।এডিনবরায় আইসিসির সদস্যদেশগুলোর প্রধান নির্বাহীদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকেই এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

আইসিসি যদি ১২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে সম্ভাবনার দুয়ার খুলে যাবে জিম্বাবুয়ে কিংবা নেদারল্যান্ডসের মত দলের সামনে।
২৯ জুন,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে