বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৮:১৫:৪৪

অবসর ভেঙে ফিরে এসেছিলেন বিশ্বসেরা পাঁচ ফুটবল তারকা

অবসর ভেঙে ফিরে এসেছিলেন বিশ্বসেরা পাঁচ ফুটবল তারকা

স্পোর্টস ডেস্ক: শতবর্ষী কোপা আমেরিকা কাপে চিলির কাছে লজ্জার হারের পর বিশ্বকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি।
মাত্র ২৯ বছর বয়সে আর্জেন্টিনার এই প্রজন্মের সেরা ফুটবলারের অবসরে অবাক ফুটবলপ্রেমীরা। অবসর ভেঙে কি মেসি ফিরে আসবেন?
লাখ টাকার এই প্রশ্নের এখনই কোনও উত্তর না থাকলেও ফুটবল থেকে ক্রিকেট—অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার নজির কিন্তু কম নেই। এক নজরে দেখে নেওয়া যাক ক্রিকেট-ফুটবলের এমন কিছু নক্ষত্রকে, যাঁরা অবসর ভেঙে ফিরে এসেছিলেন।

১.জিনেদিন জিদান: ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো কাপ জেতার পর ২০০৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন জিদান। ২০০৬ সালে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব থেকেই যখন বিদায় নিশ্চিত ফ্রান্সের, তখন কোচের অনুরোধে অবসর ভেঙে ফিরে আসেন জিজু। সেবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফ্রান্স। ফাইনালে মাতারাত্জির সঙ্গে সেই ঢুঁসো-কাণ্ডের পর পাকাপাকিভাবে চলে যান আন্তর্জাতিক ফুটবলের বাইরে।

২.হেনরিক লারসেন: সুইডেনের সর্বকালের অন্যতম সেরা এই স্ট্রাইকার এক বার নয়, দু’বার অবসর ভেঙে ফিরে এসেছিলেন। প্রথম বার তাঁর গোলেই বিশ্বকাপের নক আউট পর্যায়ে পৌঁছয় সুইডেন। ২০০৮ সালে ফের একবার অবসর ভেঙে ফিরলেও তেমন কিছু করতে পারেননি।

৩.জেমি ক্যারাঘার: লিভারপুলের এই বিখ্যাত সেন্টার ব্যাক ইংল্যান্ডের জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ২০১০ সালে ফিরে আসেন। দল নক আউটে পৌঁছলেও গ্রুপ পর্যায়ে দু’টি ম্যাচে দু’টি হলুদ কার্ড দেখে পরের ম্যাচে আর খেলতে পারেননি তিনি।

৪.ক্লদ ম্যাকালেলে: ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো কাপ জেতার পর ২০০৪ সালে অবসর নেন ফরাসি মাঝমাঠের ভরসা ম্যাকালেলে। ২০০৬ সালে অবসর ভেঙে ফিরে দলকে বিশ্বকাপ ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নেন। দু’বছর পর ইউরোর গ্রুপ পর্যায় থেকে ফ্রান্স বিদায় নেওয়ার পর পাকাপাকিভাবে অবসর নেন তিনি।

৫.লিলিয়ান থুরাম: জিদান, ম্যাকালেলে ছাড়াও ২০০৬ সালে কোচের অনুরোধে অবসর ভেঙে ফিরে এসেছিলেন থুরাম। ম্যাকালেলের মতোই ২০০৮ সালে ইউরোয় গ্রুপ থেকে বিদায় নেওয়ার পর ফের অবসর নেন তিনি।-আনন্দবাজার
২৯ জুন,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে