বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৮:২১:৪৯

সুবিধা বঞ্চিত শিশুদের জামা-কাপড় দেবেন তাসকিন

সুবিধা বঞ্চিত শিশুদের জামা-কাপড় দেবেন তাসকিন

স্পোর্টস ডেস্ক : ঈদ উপলক্ষ্যে টানা ২৫ দিনের ছুটি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। ছুটি কাটানোর জন্য প্রত্যেকেই নিজেদের পরিকল্পনা সেরে ফেলেছেন এরই মধ্যে। তবে মনে হয় একটু ভিন্ন ধরনের পরিকল্পনাই করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদ।

‘সেভ দ্য স্মাইল’ নামের একটি অলাভজনক সংগঠনের সঙ্গে আগামী শুক্রবার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জামা-কাপড় বিতরণ করবেন তাসকিন আহমেদ।

নিজের ফেসবুক ফ্যানপেজে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে আমাদের প্রিয়জনদের জন্য অনেক কেনাকাটা করে থাকি বা উপহার দিয়ে থাকি। কিন্তু আমাদের আশেপাশে অনেক সুবিধা বঞ্চিত শিশু রয়েছে, যাদেরকে নতুন জামা কাপড় বা উপহার দেওয়ার কেউ নাই। এবার সিদ্ধান্ত নিয়েছি যে, তাদের মুখে হাসি ফোঁটানোর জন্য,তাদেরকে জামা কাপড় বিতরণের জন্য আমি পাশে থাকব।

তিনি বলেন, ‘সেভ দ্য স্মাইল’ একটি অলাভজনক সংগঠন। এটি শুধু মাত্র সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোঁটানোর জন্য কাজ করছে। আগামী শুক্রবার সুবিধা বঞ্চিত শিশুদের জামা কাপড় বিতরণের সময় পাশে থাকব। দেশে-বিদেশে অনেকেই আপনারা আছেন যাদের সামর্থ্য আছে, তারা যদি সুবিধা বঞ্চিত শিশুদের জন্য জামা কাপড় পাঠান তবে তাদের মুখে হাসি ফুটে উঠবে। আমরা যত পাশে থাকব ততই তাদের মুখে হাসি থাকবে।

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা তাসকিন সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অসাধারণ পারফর্ম করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকলেও তিনি আইসিসির বাইরের ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন।

টাইগার দলের পরবর্তী সিরিজের আগেই তাসকিনের বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে। এই পরীক্ষায় নিজের বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণ করতে পারলেই সব ধরনের ক্রিকেটে তিনি অংশগ্রহণ করতে পারবেন।
২৯ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে