বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৯:২৪:০৭

‘বছরে ২/১টি টেস্ট খেলে ১০ হাজার রান আসম্ভব’

‘বছরে ২/১টি টেস্ট খেলে ১০ হাজার রান আসম্ভব’

স্পোর্টস ডেস্ক : আমি কোনো একটি ফরম্যাটে ১০ হাজার রান করতে চাই। বর্তমানে যে অবস্থা তাতে মনে হচ্ছে যদি আমি আরো ১৫০টি ওয়ানডে ম্যাচ খেলতে পারি তবে ১০ হাজার রান করতে পারব। আগামী ১০ বছর ধরে যদি বছরে সাত বা আটটি করে টেস্ট ম্যাচ খেলতে পারি তাহলে টেস্টেও ১০ হাজার রান করা সম্ভব হতে পারে।  কিন্তু বছরে দুটি বা একটি টেস্ট খেলে ১০ হাজার রান করা অসম্ভব।

ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার তামিম ইকবাল এসব কথা বলেছেন।

তামিম ইকবাল এখন পর্যন্ত ১৫২টি ওয়ানডে ম্যাচ খেলে চার হাজার ৭১৩ রান করেছেন। তিনি  ৪২টি টেস্ট ম্যাচ খেলে ৩ হাজার  ১১৮ রান করেছেন।

তাই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হিসেবে প্রথম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করাটা তার কাছে প্রত্যাশা করা যায়।

এ প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, আমরা এখন যে হারে টেস্ট ম্যাচ খেলছি তাতে এই মাইলফলক স্পর্শ করা সম্ভব নয়। এমন কি আমি এটা প্রত্যাশাও করতে পারি না। ভেবে দেখেন, আমরা বছরে কতটি টেস্ট ম্যাচ খেলি। দুটি বা তিনটি। সুতরাং একজন ব্যাটসম্যান হিসেবে আমি বুঝতে পারছি যে বছরে একটি বা দুটি ম্যাচ খেলে এটা অর্জন করা সম্ভব নয়। বছরে ন্যূনতম সাত বা আটটি টেস্ট ম্যাচ খেলা দরকার।
২৯ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে