বুধবার, ২৯ জুন, ২০১৬, ১০:০২:০৪

ইমরান তাহিরের আদর্শ মেনে চলেন সায়েম

 ইমরান তাহিরের আদর্শ মেনে চলেন সায়েম

স্পোর্টস ডেস্থ: গেল সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল।

উত্তেজনাপূর্ন এই ম্যাচে দিনাজপুর হাই স্কুলকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। আর এই ম্যাচেই নবম শ্রেণীতে পড়ুয়া একজন ভয়ঙ্কর বোলার খুঁজ পেল বাংলাদেশ ক্রিকেটাঙ্গন।

এবারের স্কুল ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম আবিষ্কার বোলার হচ্ছেন লেগ স্পিনার মোহাম্মদ সায়েম। সায়েম দিনাজপুর হাই স্কুলের নবম শ্রেণীতে পড়ালেখা করে।  

মূলত বল হাতে সায়েমের পারফর্মেন্সের কারনেই এবারের দিনাজপুর হাই স্কুল খেলেছে স্কুল ক্রিকেটের ফাইনালে। বোলিংয়ে উপর সায়েমের নিয়ন্ত্রন অনেকেরই নজর কেড়েছে।

স্বভাবতই সায়েমকে বাংলাদেশের লেগ স্পিনিং ভবিষ্যৎ হিসাবেই দেখছেন অনেকে। কারণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে জুবায়ের হোসেন লিখন এবং পূর্বে পার্ট টাইমার অলক কাপালী ছাড়া লেগ স্পিনার অনেকটা দুর্লভই বলা যায়।

বাংলাদেশের ক্রিকেটে বরাবরই লেগ স্পিনারের সংখ্যা খুব কম। কিন্তু বাংলাদেশের জাতীয় দলের হয়েই খেলার স্বপ্ন দেখছেন লেগ স্পিনার সায়েম।

১৫ বছর বয়সী এই লেগ লেগ স্পিনার মোহাম্মদ সায়েম বলেন, আমার জীবনের লক্ষ্য একটাই। আমি মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চাই।

তার বোলিং অনুপ্রেরণা কে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বর্তমান প্রজন্মের অন্যতম সেরা দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরকে আদর্শ মনে চলি। তার মতই জোরে বোলিং করার চেষ্টা করি। মূলত তার বোলিং দেখেই আমি লেগ স্পিন শিখেছি এবং অনুপ্রেরণা পেয়েছি।

এ ছাড়াও নিজের বেড়ে ওঠার পেছনে স্কুলের কোচের অনেক সাহায্য পেয়েছেন বলে জানিয়েছেন সায়েম। বললেন, আমার কোচ আমাকে অনেক পরামর্শ দিয়েছেন এবং তার উপদেশকে কাজে লাগিয়েই আমি আজ এখানে এসেছি’।
২৯ জুন,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে