বুধবার, ২৯ জুন, ২০১৬, ১০:৩৮:২০

মেসিকে ফেরানোর দাবিতে আপনিও শামিল হোন

মেসিকে ফেরানোর দাবিতে আপনিও শামিল হোন

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। প্রথম পর্বে চিলির বিপক্ষে মেসিকে ছাড়াই জয় পায় আর্জেন্টিনা। অথচ ফাইনালে মেসির মতো নির্ভরশীল ফুটবল তারকা থাকা সত্ত্বেও হেরে গেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে হতাশ মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

অবসরের ব্যাপারে লিওনেল মেসি বলেন, আবারও একটি আকাশসমান হারের বেদনায় জর্জরিত হলাম। আমি নিজে টাইব্রেকার মিস করেছি, যেটা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জিততে আমার সবটুকু সামর্থ্যই উজাড় করে দিয়েছিলাম। কিন্তু পারলাম না। সাফল্যটা হাতে ধরা দিল না। বিশ্লেষণের সময় এটা নয়। ড্রেসিংরুমে বসে আমার মনে হলো জাতীয় দলের হয়ে আর নয়। জাতীয় দলের হয়ে সাফল্য, শিরোপা জয়, এসব আমার জন্য নয়।

এক রকম না পাওয়ার অভিমানে চোখের জলে বিদায় নেয়েছেন মেসি। দেশটির প্রেসিডেন্ট, ম্যারোডোনা, সতীর্থ, প্রতিপক্ষ, ভক্ত সকলেই আকুতি জানালেও কর্ণপাত করেন নি তিনি।

এবার আঁটঘাট বেঁধে নেমেছেন মেসি ভক্তরা। মেসির জন্য সমাবেশ ও মানববন্ধন করবেন তারা। মেসিকে ফেরাতে ফেসবুকে একত্রিত হচ্ছেন আর্জেন্টিনার সমর্থকরা। আর তাতে অভূতপূর্ব সাড়া দিয়েছেন সারা বিশ্বের মেসিভক্তরা। ফেসবুকে Todos Al Obelisco. Messi No Se Va #NoTeVayasLio  নামক একটি ইভেন্ট খুলেছেন মেসির সমর্থকরা।

মেসিকে ফিরিয়ে আনার দাবিতে আগামী শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে সমাবেশ করবেন তারা। ইতোমধ্যে ৬৫ হাজার মানুষ ইভেন্টে অংশ নিতে সম্মতি জানিয়েছেন। ৫৯ হাজার মেসিভক্ত সেই সমাবেশে থাকার আগ্রহ দেখিয়েছেন।

পেজটিতে বলা হয়েছে ‘আমরাই একমাত্র দেশ যারা বিশ্বের সেরা ফুটবলারের সমালোচনা করেছি এবং এজন্যই সে আর আর দেশের জার্সি পড়ে খেলবেন না। আগামী ২ জুলাই মেসিকে ফিরিয়ে আনার দাবিতে দেশের জার্সি পড়ে সমাবেশ করবো আমরা। আসুন, মেসিকে ফিরিয়ে আনি।’

এবার দেখা যাক এতো ভক্তের অনুরোধ কিভাবে ফিরিয়ে দেন মেসি!
২৯ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে