রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৯:২৮

ভারতের বিপক্ষে দুই টাইগারের ব্যাটে কালবৈশাখী তাণ্ডব!

ভারতের বিপক্ষে দুই টাইগারের ব্যাটে কালবৈশাখী তাণ্ডব!

স্পোর্টস ডেস্ক : দিনের শুরুটা বাজেভাবে করে করে বাংলাদেশ। তবে দুই জন ক্রিকেটার জ্বলে ওঠায় সন্মানজনক যায়গায় পৌঁছে বাংলাদেশ।

ভারতের ব্যাঙ্গালুরুতে ৩ দিনের ম্যাচের শেষ ম্যাচ খেলছে বাংলাদেশ। শুরুর বিপর্যয় কাটিয়ে চ্যালেজিং ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। বাংলাদেশের কক্ষপথ পরিবর্তনের জন্য ভূমিকা রেখেছেন দুই ব্যাটসম্যান।

এরা সাব্বির রহমান ও শুভাগত। শুভাগত ৬২ রান করেন। অন্যদিকে বাংলাদেশের দলীয় রান যখন ১৮২ তখন ৮৬ রান করে সেঞ্চুরির দিকে অদম্য গতিতে ছুঁটছেন সাব্বির।

এই সাব্বির কত রানে গিয়ে থামেন সেদিকে দৃষ্টি সবার। ভারত সফরে এর আগে সেঞ্জুরি পান নাসির। বিজয় ৮৯ রানে গিয়ে আটকে যান। এবার দেখার অপেক্ষা সাব্বির কি করেন।

সাব্বির ও শুভাগতের ব্যাটে ছিল কালবৈশাখী ঝড়! সাব্বির ১৫ টি চার ও একটি ছয় মারেন। অন্যদিকে শুভাগতের ব্যাট থেকে আসে ৯টি চার ও ১টি ছয়ের মার।
২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 
 

 

 

 

 

 


 
 


 

 

   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে