স্পোর্টস ডেস্ক: জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর থেকে বিসিসিআইর সভাপতির পদ নিয়ে যেন দাবার ঘুঁটি চালাচালি হচ্ছে। কেউ এগিয়ে যাচ্ছে তো কেউ পেছাচ্ছে। আবার পেছন থেকে এগিয়ে এসে পাল্টা আক্রমণ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে ডালমিয়ার নাম মুছে যেতে না যেতে দৃশ্যমান এন শ্রীনিকে হটিয়ে দেওয়ার জন্য বিসিসিআই সভাপতিপদের দৌড়ে এবার ঢুকে পড়লেন শশাঙ্ক মনোহরও৷ পওয়ার-শ্রীনি বিরোধী জোটের সমর্থনেই প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন তিনি৷
বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর বোর্ডের অন্দরমহলে যে পাওয়ার-প্লে চলছে, তার এক মেরুতে যখন পওয়ার-শ্রীনিবাসন জোটের সম্ভাবনা প্রবল, তখন আর এক মেরুতে বিরোধী জোটের মুখ হয়তো হতে চলেছেন শশাঙ্ক মনোহরই।
ডালমিয়ার প্রয়াণের পর উদ্ভুত পরিস্থিতিতে বোর্ড সভাপতি হওয়ার অন্যতম দাবিদার শরদ পওয়ারই৷ কিন্তু, শ্রীনিবাসনের সঙ্গে হঠাত্ করে তৈরি হওয়া তাঁর সমীকরণের কারণেই মনোহরের দিকে ঝুঁকেছে শ্রীনি-বিরোধী গোষ্ঠীগুলি৷ কেননা, ডালমিয়া-উত্তর সময়ে বোর্ডে সবচেয়ে বড় শ্রীনি-বিরোধী মুখ হলেন মনোহরই৷ তাকে বোর্ডের চেয়ারে বসিয়ে শ্রীনি আইসিসিতে নিজের গদি নিরাপদ করতে চাইছেন৷ আর, সেই চেষ্টা বিফল করতেই মনোহরকে চাইছেন কট্টোর শ্রীনি-বিরোধীরা৷ পাশাপাশি, বোর্ডের রাজনৈতিক সমীকরণে যাঁরা শ্রীনি বিরোধী, তাঁদের কাছেও সবচেয়ে গ্রহণযোগ্য নাম হয়ে উঠতে চলেছেন মনোহরই৷
সেক্ষেত্রে পূর্বাঞ্চেলের গোষ্ঠীগুলির ভোট রাতারাতি মনোহরের দিকে চলে যেতে পারে৷ যদিও, এখনও দৌড়ে রয়েছেন রাজীব শুক্ল৷ তবে, শেষ পর্যন্ত ভারতীয় বোর্ডের অন্দরমহলে ক্ষমতার এই দড়ি টানাটানি কোনদিকে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়৷
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস