স্পোর্টস ডেস্ক: আয় গোপন ও সরকারকে কর ফাঁকি দেয়ার অভিযোগে ব্রাজিল দলের সুপারস্টার নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটির আদালত। গত শুক্রবার নেইমারের চার কোটি ৭৬ লক্ষ ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
নেইমারকে অভিযুক্ত করে শাস্তি দেয়ার পরও তার বাবা-মা বলছেন তার ছেলে সম্পূর্ন নির্দোষ। নেইমারের পরিবার উল্টো তীর ছুঁড়ছেন বিচারকের দিকে। বলছেন বিচারক ঠিকমত বুঝতেই পারেননি তাদের ছেলের সম্পত্তির পরিমাণ। তারা বলছেন, ‘নেইমার একেবারেই কর ফাঁকি দেয়নি। এমন কোনও ইচ্ছেও ওর ছিল না। আমাদের কোম্পানিও এমন কাজে জড়িত নয়।'
তারা আরো বলেন, 'আসলে, বিচারক বুঝতেই পারেননি, নেইমারের সঠিক সম্পত্তির পরিমাণ কতটুকু। তাই তারা এমন অহেতুক রায় দিয়ে বসেছেন।’
২৭ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু