স্পোর্টস ডেস্ক: জগমোহন ডালমিয়া ছিলেন ভারত ক্রিকেট ইতিহাসের এক উজ্বল নক্ষত্র। যা ঝলঝল করে জ্বলেছিল বছরের পর বছর। অবশেষে সেই নক্ষত্রের পতন হলো মাত্র কয়েকদিন আগে। তিনি যে ভারতের ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গেছেন তা ক্রীড়া বিশ্বের যে কেউ নির্দেদায় বলে দিবে।
প্রবাদ রয়েছে গুণী ব্যাক্তিরা মরেও হয় অমর। ঠিক তেমনটি ঘটলো জগমোহন ডালমিয়ার ক্ষেত্রেও। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সাবেক সভাপতির প্রয়াণের পর সেই দেশটির ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রতিটি ম্যাচ কেন্দ্রের টিকেটে তাদের সাবেক বোর্ড সভাপতির ছবি সংবলিত থাকবে। সেইমতো টিকিটের নকশাও পাঠিয়ে দেওয়া হয়েছে আয়োজক সংস্থাগুলির কাছে। যে তালিকায় নাম ছিল কলকাতার ইডেন গার্ডেনেরও।
কিন্তু জগমোহন ডালমিয়ার প্রয়াণে সেই নিয়মের আওতার বাইরে রাখা হচ্ছে ক্রিকেটের নন্দনকাননকে। সদ্য প্রয়াত সভাপতিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে ৮ অক্টোবর ইডেন ম্যাচের টিকিটের ডানদিকে ডালমিয়ার ছবি রাখা হয়েছে। সঙ্গে লেখা,‘আমাদের শ্রদ্ধার্ঘ্য’।
শনিবার নতুন টিকিটের নকশা সি এ বি কর্তাদের হাতে চলে এসেছে। সি এ বি চূড়ান্ত অনুমোদন দিলেই ছাপার কাজ শুরু হবে। তথ্যসূত্রঃ আজকাল (কলকাতা)
২৭ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু