রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৭:৩৫

অস্ট্রেলিয়াকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেবে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার লক্ষ্যে রবিবার ঢাকার মাটিতে পা রাখার কথা ছিল অস্ট্রেলিয় ক্রিকেট দলের খেলোয়াড়দের। কিন্তু জঙ্গি হামলার ঠুনকো অজুহাতে সফর থেকে পিছিয়ে গেছে অসি ক্রিকেট বোর্ড। হামলার ভয়ে সফর বাতিল প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছেন, সফরকারী অসি খেলোয়াড় ও কর্মকর্তাদের পূণাংঙ্গ নিরাপত্তা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূলত নিরাপত্তার অজুহাত দেখিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের দলকে বাংলাদেশে পাঠাতে বিলম্বিত করার পরিপ্রেক্ষিতে বিসিবি এ আশ্বাস প্রদান করেছে।


ওই বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সফরকারীদের নিরাপত্তা বিষয়ে সকল দিক নিয়ে বিসিবি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। অচিরেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরের নতুন দিন ক্ষণ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে ’

এ বিষয়ে নিজাম উদ্দিন বলেন, ‘বাংলাদেশ সফরের আগেই যেন সিএ বিস্তারিত তথ্য পায় এবং বাস্তবতা অনুধাবন করতে পারে সে জন্য গতকালই নতুন করে পরামর্শমূলক একটি ডিএফএটি ইস্যু করা হয়েছে।’

অস্ট্রেলিয়া দলের সফর প্রসঙ্গে নিজাম উদ্দিন আরো বলেন, ‘বর্তমানে দেশের পরিস্থিতি শান্ত রয়েছে। আমাদের জানা মতে বাংলাদেশে নিরাপত্তার ঝুাঁকি থাকতে পারে এমন কোন সতর্কতা জারি হয়নি। এছাড়া সফরকারীদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট সকল এজেন্সির মতামত নেয়া হয়েছে। কারণ বাংলাদেশে সফরকারী যে কোন দলের মত অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা বিধান করাটাকেও আমরা অগ্রাধিকার দিচ্ছি।’

সর্বোপরি তিনি আশাবাদ ব্যক্ত করেন অস্ট্রেলিয় ক্রিকেট টিম বাংলাদেশ  সফরের ব্যপারে উদ্যোগ নিবে। সূত্র : বাসস
২৭ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে