স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে জঙ্গি হামলার হুমকি রয়েছে-অস্ট্রেলিয়া সরকারের এমন হুঁশিয়ারিতে অজি ক্রিকেটারদের বাংলাদেশ সফর স্থগিত করার পর। এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সফর পরিস্থিতি নিয়ে আপডেট দেওয়ার কাজ চলছে। নিরাপত্তা কারণে রোববার বাংলাদেশ সফর বাতিল করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ রক্ষা করছেন তারা। বাংলাদেশের পরিস্থিতি জানার জন্য অজি নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারোল এখন বাংলাদেশে। সোমবার পরিষ্কার ছবি পাওয়া যাবে তার। এখন অজি এই কর্মকর্তা উপর নির্ভর করছে বাংলাদেশ- অস্ট্রেলিয়া সিরিজ।
নিরাপত্তা ইস্যুতে শন ক্যারল বাংলাদেশে পৌঁছানোর পরে আজ রোববার বিসিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল। তবে এর আগে বাংলাদেশ সরকারের একটি গোয়েন্দা সংস্থার সঙ্গেও বৈঠক করবেন অস্ট্রেলিয়ার এ নিরাপত্তা কর্মকর্তা। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে একটি প্রতিবেদন জমা দেবেন ক্যারোল।
সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থে মৌলবাদীদের হামলার পরিকল্পনার ‘নির্ভরযোগ্য তথ্য রয়েছে বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার হুঁশিয়ারি দেয়ার পর শনিবার বাংলাদেশ সফর আকস্মিকভাবে স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এদিকে, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, নিরাপত্তার অজুহাতে আন্তর্জাতিক ক্রিকটে বাতিল করায় ক্রিকেট এবং ব্যক্তিগতভাবে তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। এক্ষেত্রে তিনি ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর হামলার কথা উল্লেখ করেন। তাকে জিজ্ঞেস করা হয়, অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা বাংলাদেশ সফর করতে চায় কিনা, উত্তরে ক্লার্ক বলেন, আমি নিশ্চিত যে আমাদের টিম বাংলাদেশের সাথে খেলতে চান।
তিনি আরও বলেন, আরো কিছুদিন সফর বিলম্বিত কর তবে তাতে তো সফরের ওপর আদৌ কোনো প্রভাব পড়ার কথা নয়। আমরা দেখতে চাই যে আমাদের টিম বিশ্বের বিভিন্ন দেশ সফর করতে এবং ভিন্ন অবস্থায় খেলতে সক্ষম। তবে আমি আশা করছে ভবিষ্যতে বিশ্বের সর্বত্র ক্রিকেট খেলা হবে এবং আমরা এ ধরনের সমস্যা দেখব না।
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এমটি নিউজ২৪/এএস