স্পোর্টস ডেস্ক: সালমার নেতৃত্বে র্দীঘ দিন পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দেশের প্রতি ভালোবাসা আর ভাবমূর্তি উজ্জ্বল রাখার মিশনে আগামীকাল দেড়টায় ঢাকা ছাড়ছেন তারা।
র্দীঘ এক বছর পর বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সেই ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার ইনচনে শেষবার দেশের বাইরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল সালমা খাতুনের দল। বিসিবি সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনাম, নারী ক্রিকেট কমিটির প্রধান আওয়াল চৌধুরী বুলু ও বিসিবির নিরপত্তা কর্মকর্তা এই দলের সঙ্গে পাকিস্তান যাবেন।
অধিনায়ক সালমা খাতুন ইতিবাচক মনোভাবেই তাকিয়ে আছেন সামনের দিকে। তিনি বলেন, ‘ বাংলাদেশ দলের খেলোয়াড়রা গত দেড় মাস কঠোর অনুশীলন করছে। এছাড়া তারা শারীরিক ও মানসিকভাবে পুরাপুরি প্রস্তুত। এ সফরকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। সফরের নিরাপত্তা নিয়ে আমরা ভাবছি না, তাকিয়ে আছি খেলার দিকে।’
প্রতিপক্ষ নিয়ে সালমা খাতুন বলেন, ‘পাকিস্তান দল আমাদের অপরিচিত নয়, তাদের বিরুদ্ধে আমরা এর আগেও খেলেছি। দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনতে আমরা সেরা পারফরম্যান্স প্রদর্শনে প্রস্তুত।’
উল্লেখ্য: করাচির সাউথ অ্যান্ড ক্রিকেট ক্লাব মাঠে দুটি ওয়ানডে ও দুটি টি-টিয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টেবর দুটি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বংলাদেশ। ৪ অক্টোবর প্রথম একদিনের ম্যাচ আর ৬ অক্টোবর দ্বিতীয়টি দিয়ে শেষ হবে সফর।
২৭ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু