রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৪:৩৮

পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ প্রমিলা দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।

কয়েক দিন আগে পাকিস্তান থেকে ফিরেছেন চার সদস্যের নিরাপত্তা পরিদর্শক দল। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে রিপোর্ট করেছে ঐ প্রতিনিধি দল। জানা গেছে, বিসিবির কাছে তারা ইতিবাচক রিপোর্টই করেছে। তাই পাকিস্তানে দল পাঠাতে নীতিগতভাবে সম্মত বিসিবি। বাকিটা নির্ভর করছে সরকারের উপর। বিদেশে কোনো সিরিজ বা টুর্নামেন্ট খেলতে গেলে সরকারের অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। বিসিবি এখন সেই অনুমতির অপেক্ষায়।

সরকারের সম্পতি মিললে ২৮ সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। খেলা হবে ৬ অক্টোবর পর্যন্ত। সফরের সবগুলো ম্যাচ লাহোর ও করাচির সাউথ অ্যান্ড ক্লাব মাঠে। সালমা বাহিনীকে পাকিস্তান সফরের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল: সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।

স্ট্যান্ড বাই: সানজিদা ইসলাম, সুমনা আক্তার।
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে