স্পোর্টস ডেস্ক: কেরিয়ারের ১৪তম বিশ্বসেরা খেতাব জিতলেন ভারতের সব থেকে সফল কিউইস্ট পঙ্কজ আডবাণী। রবিবার ফাইনাল অ্যাডিলেডে ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুরের পিটার গিলক্রিস্ট-কে দাঁড়াতেই দেননি তিনি। ৫ ঘণ্টা লম্বা ম্যাচের শেষে ১১৬৮ পয়েন্ট ব্যবধান রেখে খেতাব জিতে নেন পঙ্কজ।
ম্যাচ শুরুর সময় থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেন পঙ্কজ। প্রথম গেমেই একটি দ্রুত সেঞ্চুরি (১২৭) করে অনেকটা লিড নিয়ে নেন তিনি। খেলা যত গড়িয়েছে, লিডও তত বাড়িয়েছেন তিনি। এক ঘণ্টা গড়াতে না গড়াতেই লিড হয়ে যায় ৭০০ পয়েন্টের। মাঝে কয়েকটি গেমে গিলক্রিস্ট খেলার ফিরে এলেও কফিনের শেষ পেরেকটি পঙ্ক পুঁতে দেন ৪৩০ পয়েন্ট স্কোর করে। ২৪০৮ পয়েন্ট জিতে গিলক্রিস্টকে বড় ব্যবধানে হারিয়ে দেন তিনি।
খেতাব জিতে পঙ্কজের বক্তব্য, 'আমি পিটারের বিরুদ্ধে জিততে মরিয়া ছিলাম। সপ্তাহ খানেক আগে একটি প্রতিযোগিতায় ওঁর কাছে হেরে গিয়েছিলাম। গত কাল আমার স্পোর্টস সাইকোলজিস্ট এবং ভাই শ্রী-র সঙ্গে দীর্ঘ ক্ষণ এ নিয়ে কথা হয়। কী ভাবে খেলব সে ব্যাপারেও আলোচনা করি। আজ সে সব কিছু একেবারে অক্ষরে অক্ষের ফলে যায়। এর থেকে ভালো আর কিছুই হতে পারে না।'
২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি