সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০০:১৫

অস্ট্রেলিয়া আসবে: আশায় বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়া আসবে: আশায় বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের তরফ থেকে কোনো সমস্যা  নেই। অস্ট্রেলিয়া যদি এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য কথা বলতে চায়, তাহলে তারা তা বলতে পারেন।
 
অস্ট্রেলীয় নাগরিকদের জন্য বাংলাদেশকে অনিরাপদ’ হিসেবে উল্লেখ করে  দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদফতর (ডিএফএটি) শুক্রবার যে প্রতিবেদন প্রকাশ করেছে, তারই ফলশ্রুতিতে বাংলাদেশ সফরের ব্যাপারে আপাতত ‘ধীরে চলা’র নীতি গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সোমবার বাংলাদেশের উদ্দেশে রওনা  দেওয়ার কথা ছিল স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলীয় ক্রিকেট দলের।

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে  দেখতে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল এই মুহূর্তে ঢাকায়। বাংলাদেশে পা  রেখেই তিনি সরাসরি অস্ট্রেলীয় দূতাবাসে চলে যান। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ক্যারল।

বাংলাদেশের বোর্ড প্রধানের সঙ্গে ছিলেন ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক মাহব্বু আনাম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বৈঠকের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, সফরের ব্যাপারে আমরা আশাবাদী। তাদের নিরাপত্তা দলের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন জমা দেবেন তাদের দেশে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই জানা যাবে, অস্ট্রেলীয় ক্রিকেট দল কবে বাংলাদেশ সফরে আসবে। খবর ফোকাস বাংলার।
 
শন ক্যারল  জাতীয় নিরাপত্তা  গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) কর্মকর্তাদের সঙ্গে এক  বৈঠকে মিলিত হন। সোমবার তার দেখা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসছে কি না তার একটা পরিষ্কার চিত্র পাওয়া যেতে পারে সোমবার। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এমনটাই জানিয়েছেন।

নিরাপত্তা পরিস্থিতি ও পরিকল্পনা খতিয়ে  দেখতে  রবিবার বাংলাদেশে এসে পৌঁছেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল। এসেই বাংলাদেশের দুটি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন তিনি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ক্যারলের সভার কথা রয়েছে। সেই সভার পরই অস্ট্রেলিয়া সফরে আসবে কি না তার পরিষ্কার চিত্র পাওয়া যাবে। দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে অস্ট্রেলিয়াকে। কারণ, নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে আর মাত্র ৫ সপ্তাহ বাকি।

ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে সাদারল্যান্ড সাংবাদিকদের বলেন, বাংলাদেশে  পৌঁছে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ধারণা নেবেন সিএর নিরাপত্তা প্রধান ক্যারল। সোমবার সভাগুলো শুরু হবে এবং সে সময়ে আমরা বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারব।অস্ট্রেলিয়া সরকার শুক্রবার বাংলাদেশ নিয়ে নতুন নিরাপত্তা নির্দেশনা দিয়ে জানায়, বাংলাদেশে অস্ট্রেলিয়ানদের ওপর হামলার হুমকি নিয়ে তাদের কাছে 'নির্ভরযোগ্য তথ্য' আছে। ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে অনিশ্চিত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়ানদের সেখানে উচ্চমাত্রায় সতর্ক থাকা উচিত।
 
এ বিষয়ে সাদারল্যান্ড বলেন, ডিএফএটির নির্দেশনা সাধারণ ভ্রমণকারীদের জন্য যারা ছুটি কাটাতে বা ব্যবসার উদ্দেশে বাংলাদেশ সফর করবে, যা বাংলাদেশের পুলিশ ও সশস্ত্রবাহিনীর দেওয়া সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার ভেতরে থাকা অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের চেয়ে সম্পূর্ণ আলাদা। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার কথা জানিয়ে শনিবার সফর পিছিয়ে দেওয়ার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ সরকার এই আশঙ্কাকে ভিত্তিহীন বলেছে। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে নতুন অধিনায়ক স্টিভ স্মিথের নেতৃত্বে আগামী সোমবার ঢাকায়  পৌঁছানোর কথা ছিল অস্ট্রেলিয়া দলের। ফোকাস বাংলা।

২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে