সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৪:০৬

বাংলাদেশ সফরে আগ্রহী অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

বাংলাদেশ সফরে আগ্রহী অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে অস্ট্রেলিয়া সরকার সতর্কতা জারি করার পরও দেশটির ক্রিকেটাররা বাংলাদেশ সফরে আগ্রহী বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

শুক্রবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন এ্যাফেয়ার্স এন্ড ট্রেড (ডিএফএটি) সতর্ক করে দিয়ে বলেছে যে, বাংলাদেশে অস্ট্রেলীয় স্বার্থে আঘাত হানার পরিকল্পনা করতে পারে জঙ্গীরা। ফলে পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফরসূচি বিলম্বিত করছে অসি ক্রিকেট দল।

তবে অস্ট্রেলীয় ক্রিকেটাররা এখনো বাংলাদেশ সফরে আগ্রহী উল্লেখ করে সাবেক অসি অধিনায়ক ওয়ার্ল্ড অব স্পোর্টস ব্রডকাস্টকে বলেন, ‘তারা যে সফরে যাবে সে বিষয়ে আমি নিশ্চিত। খেলোয়াড়ি জীবনে অনেক সময় এ ধরনের পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের ভার বিশেষজ্ঞদের ছেড়ে দিতে হয়েছে।

এমন অবস্থায় ছেলেদের সফর সূচি কয়েকদিনের জন্য স্থগিত রেখে অতিরিক্ত সময়ে নেয়া যেতে পারে। এতে অবশ্য এই সফরটি ক্ষতিগ্রস্ত হবে না। তারা যেহেতু এখনো বলছে যে এক বা দুই সপ্তাহের মধ্যে সফরে যাওয়া ঠিক হবে না তখন হয়তো বিকল্প চিন্তা করা যেতে পারে। খেলাটির জন্য আমাদেরকে বিভিন্ন দেশে গিয়ে সেখানকার কন্ডিশনে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। আশা করি এমন একদিন আসবে যেদিন এমন সমস্যা আর থাকবে না এবং সারা বিশ্বে ক্রিকেটের প্রচলন ঘটবে।

২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে