সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৬:২৮

ভারতের বিরুদ্ধে চরম লজ্জা থেকে বাঁচালো ৩ টাইগার

ভারতের বিরুদ্ধে চরম লজ্জা  থেকে বাঁচালো ৩ টাইগার

আন্তর্জাতিক ডেস্ক : ম্যাচের শুরুটা দেখে মনে হচ্ছিল, বাংলাদেশের ‌‌'এ' চরম লজ্জার মধ্যে পড়তে চলেছে। ৬ রান ওঠার মধ্যেই ৪ উইকেটের পতন। মুখরক্ষা করলেন তিনজন বাংলাদেশি ব্যাটসম্যান। রবিবার থেকে শুরু হল ভারত ‘এ’ এবং বাংলাদেশ ‘এ’ দলের তিনদিনের বেসরকারি টেস্ট ম্যাচ।

টস জিতে বোলিং নেন ভারতীয় দলের অধিনায়ক শেখর ধাওয়ান। নিয়মিত উইকেট হারিয়ে যখন ধুঁকছে বাংলাদেশ ‘এ’, হাল ধরেন সাব্বির রহমান। ১২২ রানের ইনিংস খেলেন তিনি। রান পা‍ন শুভগত হোম (৬২) এবং নাসির হোসেন (৩২)। বাংলাদেশের ৬ ব্যাটসম্যান ‘শূন‍্য’ হাতে ফেরেন। ৪টি করে উইকেট নেন ভারতের বরুণ অ্যারন ও জয়ন্ত যাদব। বাকি ২টি উইকেট ভাগ করে নেন ঈশ্বর পান্ডে ও অভিমন্যু মিঠুন।

বাংলাদেশের ইনিংস শেষ ২২৮ রানে। জবাবে ভারত ‘এ’ প্রথম দিনের শেষে করেছে ১৬১/১। প্যাভিলিয়নে ফিরেছেন অভিনব মুকুন্দ (৩৪)। অধিনায়কোচিত ইনিংস ধাওয়ানের। ১১২ বলে ১১৬ রানে অপরাজিত তিনি। মেরেছেন ১৬টি চার, ২টি ছয়। তার সঙ্গে ক্রিজে শ্রেয়স আইয়ার (৬)।
২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে