সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৮:৪৪

পরিবারের সঙ্গে টাইগার মুস্তাফিজের ঈদ উদযাপন

পরিবারের সঙ্গে টাইগার মুস্তাফিজের ঈদ উদযাপন

স্পোর্টস ডেস্ক: গত ঈদে খেলার ব্যস্ততায় বাড়িতে গিয়ে ঈদ আনন্দে শরিক হতে না পারলেও এবার ঠিকই সাতক্ষীরায় নিজ বাড়িতে ঈদ উৎযাপন করলেন বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় বালক কাটার মুস্তাফিজ। 

মুস্তাফিজুর রহমানের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে ছোট বোন সালেহা, খুলনা থেকে বড় বোন সাবেরা ও বড় ভাই মাহফুজার রহমানসহ অন্যান্য আত্মীয়-স্বজন চলে আসেন তাদের সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের নিজ বাড়িতে। ঈদে বাড়ির ছোট ছেলে তারকা খেলোয়াড় মুস্তাফিজকে পেয়ে আনন্দিত পরিবারের সকলে, আনন্দিত তেঁতুলিয়া গ্রামের মানুষ এবং হাজারো ভক্ত।

 

ঈদকে সামনে রেখে ছেলের বাড়ি ফেরা নিয়ে বাবা আবুল কাশেম গাজী বললেন, বাড়ির ছোট ছেলে না থাকলে বাড়ি ফাঁকা লাগে। এবারের ঈদ সকলের বেশ ভালো কেটেছে। ঈদ উল ফিতরে তাকে না পেয়ে অনেক খারপ লেগেছিল সকলের।

 

মুস্তাফিজের বড় ভাই মাহফুজার রহমান জানালেন, গত ঈদে ছোট ভাই মুস্তাফিজ ঢাকায় খেলা থাকার কারণে আসতে পারেনি এজন্য বেশ মন খারাপ হয়েছিল। এই ঈদ সেই আনন্দের ঘাটতি পুষিয়ে নিয়েছি। এবার ঈদে ছোট ভাই মুস্তাফিজকে বাড়িতে পেয়ে আমাদের অনেক ভালো কেটেছে। পরিবারের সবাই মিলে ঈদ উদযাপন করলাম।

মুস্তাফিজ জানালেন, ‘এবার ঈদে ছুটি পেয়ে আর দেরি করিনি। পরিবারের সঙ্গে ঈদ করতে পেরে আনন্দিত হয়েছি। ঈদের দিন শুক্রবার তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টায় ঈদের নামাজ পড়ি। পরে পরিবারের সঙ্গে থেকে পশু কোরবানী করতে পেরে অনেক ভালো লাগছে। এরপর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর, ভক্তসহ বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে নিজ বাড়িতে শুভে”ছা বিনিময় করেন তিনি। বন্ধুদের সঙ্গে মোটর বাইকে বিভিন্ন জায়গায় ঘুরেছি। মুস্তাফিজ জানালেন, ঈদে বাড়ি না আসলে জানাই হতো না এলাকার মানুষের ভালবাসার কথা। যতদিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবো ততদিন সেরা খেলাটা দেশবাসীকে উপহার দেওয়ার চেষ্টা করবো। সূত্র: বিডি-প্রতিদিন

২৮ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে