স্পোর্টস ডেস্ক: বেশ লম্বা একটি সফরে ভারতে এসেছেন দাক্ষিণ আফ্রিকার ক্রিকেট টিম। স্বাগতিক ভারত চাচ্ছে স্পিন দিয়ে সফরকারী আফ্রিকার ব্যাটসম্যানদের ঘায়েল করতে। কিন্তু নিজেরাই সেই ফাঁদে জড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। তার কারণ দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির দিন দিন নিজেকে অনেক বেশি শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে বেড়াচ্ছেন এবং বিশ্ব স্পিন জগতে আধিপত্য দেখাচ্ছেন।
তাই আগে ভাগেই ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার তার উত্তরসূরিদের সর্তক করে দিলেন। তিনি মনে করেন ইমরান তাহির যে কোন মুহূর্তেই প্রতিপক্ষ শিবিরের জন্য আগ্রসী হয়ে উঠতে পারেন।এ জন্য আফ্রিকার এই উদীয়মান স্পিনারকে দেখে শুনে মোকাবেলা করা অনেকটা শ্রেয় বলে মনে করেন তিনি।
আফ্রিকার এই স্পিনার অবশ্য গত আগস্টে বাংলাদেশ সফরে তেমন সুবিধা করতে পারেননি। তিন ওয়ানডে খেলে মাত্র দুই উইকেট নিতে পেরেছিলে তিনি। তবে এরপরই ঘরের মাঠে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ভালোই জ্বলে উঠেছিলেন তিনি।তখন থেকেই দারুণ ছন্দে আছেন এ লেগস্পিনার।
তাই দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগের শক্তিমত্তা নিয়ে কথা বলার সময় শচীন এগিয়ে রেখেছেন তাই তাহিরকে। কারণ ভারতের মাটিতে স্পিনবান্ধব উইকেটে তিনি ঝলক দেখাতে পারেন। আসন্ন সিরিজে শচীন দু’দলের কাউকেই এগিয়ে রাখছেন না। তিনি মনে করেন উভয়দলই বেশ সমৃদ্ধ এবং যথেষ্ট ব্যালান্সড। এ বিষয়ে শচীন মুম্বাইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা কঠিন খেলোয়াড় এবং ডেল স্টেইন ও মরনে মরকেলকে ভুলে গেলে চলবে না। কিন্তু গুগলি নিয়ে কথা বলতে গেলে ইমরান তাহির অন্যতম সেরা একজন স্পিনার সেক্ষেত্রে। তার বিপক্ষে আমাদের অনেক ভাল খেলতে হবে। তিনিই সবার চেয়ে ভাল বোলার হিসেবে সিরিজ শেষ করতে পারেন।’
শচীন মনে করছেন ভারতে সঙ্গে দক্ষিণ আফ্রিকার পূণাঙ্গ সিরিজটি হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ বিষয়ে শচীন বলেন, ‘আমি মনে করি ভারতীয় দল চমৎকার। তারা দারুণ মেধাবী এবং ভাল কিছু করতে প্রস্তুত। ছেলেদের আমি খুব কাছ থেকে দেখেছি এবং ভালভাবেই তাদের চিনি। ক্রিকেট মাঠে দারুণ কিছু করার জন্য তারা মুখিয়ে থাকে। দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হতে যাচ্ছে। আমি টেস্ট সিরিজের দিকে বিশেষ নজর দেব। উভয়দলই দারুণ ব্যালান্সড।
উল্লেখ্য, মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচ খেলে এবার ভারত সফরে মাঠের লড়াই শুরু করবে প্রোটিয়ারা। মূল সিরিজ শুরু ২ অক্টোবর। তিন টি২০ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে সেদিন ধর্মশালায়। এরপর আছে ৫ ওয়ানডে ও ৪ টেস্ট। দীর্ঘ ৭২ দিনের এ সফর শেষ করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আগামী ৭ ডিসেম্বর।
২৮ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু