স্পোর্টস ডেস্ক : বাংলাদেশসহ আইসিসি চ্যাম্পিয়ান ট্রফিতে যায়গা করে নিয়েছে আটটি দেশ। ২০১৭ সালের ১ থেকে ১৯ জুন পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
ওয়েস্ট ইন্ডিজ এই আসরে অংশ নেয়ার দিক থেকে এগিয়ে থাকলেও কপাল পুড়েছে তাদের। বাংলাদেশ ও পাকিস্তানের ধাক্কায় ঠাঁই হয়নি এর আগে এই আসরে অংশ নেয় দলটির।
অস্ট্রেলিয়া, ভারত, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান খেলবে আইসিসি চ্যাম্পিয়ান ট্রফিতে। আইসিসি এর আগে জানায় ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে থাকা সেরা ৮ টি দল অংশ নেবে চ্যাম্পিয়নস ট্রফিতে।
কোনো দলের ওয়ানডে ম্যাচ না থাকায় দুইদিন আগেই এই টুর্নামেন্টে অংশ গ্রহণ নিশ্চিত এই দলগুলোর। অস্ট্রেলিয়া সর্বোচ্চ পয়েন্ট (১২৭) নিয়ে এই আসরের শীর্ষ দল হিসাবে রয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর