বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৭:৩৩:১৩

‘শাহরিয়ার নাফীস, সোহরাওয়ার্দী শুভ আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে লাভবান হবে বাংলাদেশ টিম’

‘শাহরিয়ার নাফীস, সোহরাওয়ার্দী শুভ আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে লাভবান হবে বাংলাদেশ টিম’

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ বিরতিতে ক্রিকেটারদের ফিটনেস ও স্কিল ধরে রাখতে শুরু হয়েছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। ভবিষ্যতে এই ক্যাম্পের সুফল পাবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা।

অভিজ্ঞ আর নবীন ক্রিকেটারদের পদচারনায় মুখর মিরপুরের হোম অফ ক্রিকেট। অক্টোবরে ইংল্যান্ড সিরিজের আগে নিজেদের প্রস্তুত করতে কন্ডিশনিং ক্যাম্পে মনযোগী জাতীয় দলের ক্রিকেটাররা।

প্রাথমিক স্কোয়াডের বাকি ২৮ সদস্য রিপোর্ট করেছেন দেশীয় ট্রেইনার ইফতেখারুল ইসলামের কাছে। অধিনায়ক মাশরাফির মত, ব্যক্তিগত ফিটনেস আর স্কিলকে আরো ধারালো করার মূল মঞ্চ এই কন্ডিশনিং ক্যাম্প।

অভিজ্ঞ শাহরিয়ার নাফীস, সোহরাওয়ার্দী শুভ, রকিবুল হাসানরা ক্যাম্পে ফিরেছেন। এই ক্যাম্প থেকে তারা আন্তর্জাতিক ক্রিকেটে আবারো ফিরতে পারলে লাভবান হবে টিম বাংলাদেশ। এমন আশাই করেন টাইগার স্কিপার।

সকালে ক্যাম্পের শুরুতে কিছু ফিটনেস টেস্ট দেন ক্রিকেটাররা। এরপর তিন ঘণ্টা ধরে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিপ টেস্ট দেন মাশরাফি-তামিমরা।
২০ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে