সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৪:৪২

শর্ত মেনে নিয়েছে বিসিবি, ঢাকায় আসছে অস্ট্রেলিয়া!

শর্ত মেনে নিয়েছে বিসিবি, ঢাকায় আসছে অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার বিষয়ে অনুষ্ঠিত হয়েছে একটি বৈঠক। ঢাকায় ব্যস্ত অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের পাঠানো পাঁচ কর্মকর্তা।

অন্যদিকে নিজ দেশেও বসে নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী মহাব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড। অসি ক্রিকেট বোর্ডের কর্মকর্তা সোমবার নিজ দেশের মিডিয়াকে জানান, আমরা বিমানে বুকিং দিয়েছি।

সংকেত পেলেই উড়াল দিবে টিম। তাতে বুধবার ঢাকায় পৌঁছবে খেলোয়াড়রা। অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিশেষ শাখার (এসবি) করে বলেছেন, অসি টিমকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হবে।

অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে কড়া নিরাপত্ত্বার শর্ত চায়। পাপনতো সে শর্ত মেনেই নিল। আর এই বার্তায় হয়তো বুধবারে আসতে পারে অস্ট্রেলিয়া!
২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে