বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৯:০০:৪৪

টাইগার নেতা মাশরাফির বিশ্বাস, ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসবে

টাইগার নেতা মাশরাফির বিশ্বাস, ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসবে

স্পোর্টস ডেস্ক: টাইগার দলের নেতা মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন, ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবেই। বুধবার জাতীয় দলের ক্যাম্পের প্রথম দিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতীত অভিজ্ঞতা থেকে এসব কথা জানান বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোযেন্টি অধিনায়ক।

টেকনিক্যালি ভেতরে কী আলোচনা হচ্ছে, তা আমরা জানি না। বিসিবি ব্যাপারটা নিয়ে কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে আশা করি ট্যুরটা হবে। বাংলাদেশের সমর্থকরা অনেক দিন ধরেই খেলা দেখার জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের সবাই খেলাটা খুব পছন্দ করে।

ইংল্যান্ড সব সময় বাংলাদেশকে সাহায্য করেছে। তারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এসেছে, তখনও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ছিলো। আগেও নানা সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আশা করছি আর ব্যক্তিগতভাবে মনে করছি, তারা আসবে।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড দলের। তবে গুলশানে সন্ত্রাসী হামলার পরপরই সফর নিয়ে দুর্ভাবনার কথা জানায় ইসিবি। তবে এই ঘটনায় ইংল্যান্ড ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যানও জানিয়েছেন উদ্বেগ।
২০ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে