বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৯:৫৩:০৫

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় কিংবদন্তি মুসলিম খেলোয়ড়

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় কিংবদন্তি মুসলিম খেলোয়ড়

স্পোর্টস ডেস্ক: সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় কিংবদন্তি হকি তারকা মোহাম্মদ শহিদ। দীর্ঘদিন তিনি যকৃত ও কিডনি রোগে ভুগছিলেন। শেষমেশ বুধবার ভারতের গুরগাও হাসপাতালে মৃত্যুবরণ করেছেন অলিম্পিক জয়ী এই তারকা।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। বাংলাদেশের মাটিতেও হকি খেলেছেন শহিদ। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেন তিনি। ১৯৮৬ সালে পদ্মশ্রী খেতাবে ভূষিত হন শহিদ। ছিলেন ভারতীয় রেলের স্পোর্টস অফিসার পদেও।

প্রসঙ্গত, ১৯৬০ সালের ১৪ এপ্রিলে উত্তর প্রদেশের বানারসিতে জন্ম নেন শহিদ। সেই বানারসিতেই তাঁর দাফন হবে বলে জানা যায়।
২০ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে