স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচ গুলোতে নিজের খেলার ঝলকানি দেখালেও নিজেদের ব্যর্থতার দায়ে লা লিগায় নিজেদের ষষ্ঠ ম্যাচে জয় তুলে নিতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর দল রিয়াল মাদ্রিদ। বলতে গেলে চরম হতাশা নিয়ে মালাগার বিপক্ষে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদ। মালাগার বিপক্ষে গোল খরার এই দিনে ১৪ টি শট নিয়েও গোলবারের ভেতরে বল ফেলতে পারেন নি রোনালদো। ব্যার্থ হয়েছেন ইসকো-বেনজেমারাও।
চরম সেই হারের সে হতাশা ভর করেছে ব্রাজিলিয়ান তারকা রিয়ালের ডিফেন্ডার মার্সেলোর উপর।
মার্সেলো ম্যাচ শেষে জানান, ‘দলের এমন ফলাফলে আমি উদ্বেগের কোনো কারণ দেখছি না। রোনালদো আর দলের বাকি সদস্যদের কোনো দোষ নেই। তারা নিজেদের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করেছে। গোল না পাওয়ায় রোনালদোকে দোষারোপ করা যাবেনা। কারণ আমি বুঝতে পারছিলাম এটা রোনালদোর সমস্যা ছিল না। সে সব সময়ই দলের জন্য স্কোর করে।’
ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো আরও যোগ করেন, ‘এমন হতাশার দিনে শুধু রোনালদোই নয়, ম্যাচে আমরা অনেকেই গোল আদায় করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছি। কারণ, আমরা বলে শট নিলেও তা মালাগার পোস্টের দিকে যেতেই চাইছিল না।’
২৮ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু