বুধবার, ২০ জুলাই, ২০১৬, ১১:৩২:৫১

ইংল্যােন্ড পৌঁছে গেছেন মোস্তাফিজ

ইংল্যােন্ড পৌঁছে গেছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ড পৌঁছেছেন পেসার মোস্তাফিজুর রহমান। বুধবার লন্ডনের স্থানীয় সময় বিকেল তিনটার দিকে সেখানে পৌঁছান তিনি। এদিন সকাল ১০টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ‘কাটার মাস্টার’।

এর আগে গতকাল মঙ্গলবার ইংল্যান্ড যাওয়ার ভিসা হাতে পান মোস্তাফিজ। মোস্তাফিজ ওখানে চাকরি করতে যাচ্ছেন! তাই প্রফেশনাল ভিসা নিতে হয়েছে তাকে। এই ধরনের ভিসা পেতে ৭-১০ কর্ম দিবস লেগে যায়। আগামী ২১ জুলাই এসেক্সের বিপক্ষে প্রথম মাঠে নামবেন তিনি।

গত ২ মার্চ সাসেক্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তি হয়। জুনের শুরুতে কাউন্টিতে যাওয়ার কথা থাকলেও ইনজুরির কারণে সময় পিছিয়েছে। এরপর ১৩ জুলাই মোস্তাফিজের ইংল্যান্ড যাওয়ার দিনক্ষণ ঠিক হয়। কিন্তু তাতেও বাঁধা হয়ে দাঁড়ায় ভিসা বিলম্ব। শেষমেশ ভিসা পেয়ে ইংল্যান্ড উড়াল দেন মোস্তাফিজ।

দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও আলো ছড়িয়ে যাচ্ছেন মোস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে বেশ দাপটের সঙ্গেই মাঠ মাতিয়ে ছিলেন ‘ফিজ’। টুর্নামেন্টে ১৬ ম্যাচে ৬১ ওভার খেলে ১৭টি উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার। কাউন্টিতে নাম লেখানো বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মোস্তাফিজ। এর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবাল কাউন্টি ক্রিকেটে খেলেছেন।-ঢাকা টাইমস
২০ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে