সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৬:২০

শক্তিশালী সৈনিক হয়ে মাঠের নামার জন্য যা করছেন ধোনিরা

শক্তিশালী সৈনিক হয়ে মাঠের নামার জন্য যা করছেন ধোনিরা

স্পোর্টস ডেস্ক : যে দলের অধিনায়ক স্বয়ং নিজেই আর্মি ম্যান, সেই দল স্বাভাবিক ভাবেই মিলিটার ট্রেনিং বেছে নেবে নিজেদের প্রস্তুত করতে৷ আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই হাই অল্টিটিউড ট্রেনিংয়ের কথা ভেবেছেন মহেন্দ্র সিং ধোনি৷

বেশি উচ্চতায় খেলার কথা ভেবেই বুট ক্যাম্পের কথা মাথায় এসেছে টিম ম্যানেজমেন্টের৷ ধরমশালায় এ ধরণের ট্রেনিং করলে ক্রিকেটাররা মানসিক ভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবেন৷একজন প্রকৃত সেনার মতোই দলের প্রতিটি সদস্যর মধ্যে ইউনিট ব্যাপারটা চলে আসবে৷এমনটাই মত বোর্ড ঘনিষ্ঠদের৷
 
যদিও এ ধরণের ট্রেনিং নতুন নয়৷ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াতেও কম্যান্ডো ট্রেনিং করেছিল নীল জার্সিধারীরা৷ নকল বুলেট দিয়ে রীতিমতো যুদ্ধও করেছিলেন ধোনি-কোহলিরা৷ আগামী শুক্রবার ধরমশালাতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ খেলবে ধোনি অ্যান্ড কোং৷ জানা যাচ্ছে শ্রীলঙ্কা সফর থেকে আসার পরেই টিম ডিরেক্টর রবি শাস্ত্রী হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বোর্ড সচিবকে জানিয়েছিলেন যে, ধোনিরা ধরমশালায় বুট ক্যাম্প করতে চায়৷ এবার তাতে সবুজ সংকেত দিয়েছেন অনুরাগ৷

সোমবার ধোনিরা প্র্যাকটিস শুরু করে দিয়েছেন৷ এক কথায় বেসক্যাম্পের আবহাওয়া ধরমশালায়৷প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট খেলার আগেই সেই মিলিটারি ট্রেনিং সেরে নিতে চাইছেন ধোনিরা।-কলকাতা
২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে