বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ০৭:৩৩:১৩

জমি কেলেঙ্কারীতে নাম জড়াল শচীন টেন্ডুলকারের

জমি কেলেঙ্কারীতে নাম জড়াল শচীন টেন্ডুলকারের

স্পোর্টস ডেস্ক : ভারতের উত্তরাখান্ডের মুসৌরির কাছে একটি ক্যান্টনমেন্ট এলাকার এক জমি বিতর্কে জড়িয়ে গেল শচীন টেন্ডুলকারের নাম। শচীনের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী সঞ্জয় নারাংয়ের ব্যাঙ্ক যে জমিতে রয়েছে বিতর্কটা সেই জমি ঘিরেই। উঠেছে ক্যান্টনমেন্ট এলাকার নিয়ম ভঙ্গের অভিযোগ।

সম্প্রতি নারাংয়ের হয়ে শচীন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করের সঙ্গে কথা বলেন, যাতে তার জমি সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যায়। তার পরেই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি শচীনের ব্যক্তিগত স্বার্থও জড়িত আছে এর সঙ্গে?

এই জল্পনা অবশ্য উড়িয়ে দেওয়া হল শচীনের পক্ষ থেকে। শচীনের মুখপাত্র দাবি করেছেন জমি সমস্যাটা শচীনের নয়, তার বন্ধুর। যা মেটাতে সামনে এসেছিলেন স্বয়ং শচীন। সেখানে যে শচীনের কোনও ‘ফিনান্সিয়াল ইনটারেস্ট’ ছিল না। শচীনের মুখপাত্র রীতিমতো লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন,  ‘এই মুহূর্তে শচীন টেন্ডুলকারের সঙ্গে সঞ্জয় নারাংয়ের কোনও ব্যবসায়িক সম্পর্ক নেই। কোনও টাকা আদান-প্রদানেরও ব্যাপার নেই। শচীন সব সময়ই আইন মেনে কাজ করেন। এটা শুধু ব্যক্তিগত সম্পর্কের জন্যই করেছিলেন শচীন।’

প্রায় একই কথা বলা হয়েছে সঞ্জয় নারাংয়ের পক্ষ থেকেও। নারংয়ের পক্ষ থেকে বলা হয়, ‘দালিয়া ব্যাঙ্ক পুরোপুরি সঞ্জয় নারাংয়ের। এবং এটা তার ব্যাক্তিগত সম্পত্তি। শচীন নারাংয়ের বন্ধু। কোনও ব্যবসায়িক সম্পর্ক নেই এবং দালিয়া ব্যাঙ্কেও শচীনের কোনও মালিকানা নেই।’

নারাং-এর তরফ থেকে আরও দাবি করা হয়েছে, দালিয়া ব্যাঙ্ক তৈরি হয়েছে সব রকম আইন মেনেই এবং ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই। যেখানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) থেকে ৫০ মিটারের দুরত্ব রেখেই তৈরি করা হয়েছে।’  

২১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে