স্পোর্টস ডেস্ক: দিনে দিনে বাংলাদেশি ক্রিকেটকে নিয়ে দর্শকদের মধ্যে কনফিডেন্স বেড়ে চলছে । আগে এক সময় দেখা যেত বাংলাদেশ যদি বড় কোন দলের সাথে খেলতো তাহলে দর্শকদের মাঝে এক ধরনের দুর্বলতা লক্ষ্য করা যেত। আর এখন কারো মাঝে ওই ধরনের নেতিবাচক চিন্তা নেই । সবাই এখন জয়ের চিন্তা করে।
দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে জাতীয় দলের উঠতি তারকা সৌম্য সরকার এসব কথা বলেন।
সৌমৗ সরকার আরো বলেন, ‘আগে যদি আমরা কোন দলের সাথে টেস্টে ড্র করতে পারতাম তখন সবাই অনেক খুশি হতেন। সাম্প্রতি পাকিস্তানকে যখন বড় ব্যবধানে হারিয়েছি তখন ক্রিকেট ভক্তদের আরও শক্ত হয়েছে। আর সেই আর জায়গাটা সামনে রেখে ভারতের সঙ্গে খেলা শুরু করেছিলাম। ভারতকে বড় ব্যবধানে হারিয়েছি। এরপরে ভারতের কাছে শেষ ম্যাচটা যখন হারলাম তখন দর্শকদের মনে প্রশ্ন উদয় হয়েছে যে কী কারণে সেই ম্যাচটা হারলাম। আসলে ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছিল।’
২৮ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু