সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৪:১১

যেসব ম্যাচ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ ক্রিকেট টিম

যেসব ম্যাচ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ ক্রিকেট টিম

স্পোর্টস ডেস্ক : সোমবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তান উড়ে যায়। দুপুর দেড়টার দিকে ঢাকা ছাড়ে ক্রিকেট টিম। বাংলাদেশ টিমের গন্তব্য পাকিস্তানের করাচি।

লাহোরের পরিবর্তে পছন্দের ভেন্যুও করাচি। দুপুরে বিমানবন্দর রুপ নেয় এক মহাউৎসবে। ক্রিকেটারদের বিদায় জানাতে আসেন তাদের স্বজনরাও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট টিম পাকিস্তানের নারী ক্রিকেট দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলবে।

সবগুলো ম্যাচ মাঠে গড়াবে করাচির। ৩০ সেস্টেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। ২ অক্টোবর শেষ টি-টোয়েন্টি। একইভাবে ৪ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে দুটি ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশ টিম : সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, লতা মন্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মনি, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।

অন্যদিকে স্ট্যান্ডবাই হিসাবে রয়েছেন সানজিদা ইসলাম ও সুমনা আক্তার। বাংলাদেশ টিমকে ভিআইপির মর্যাদা দিবে পাকিস্তান। প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে রয়েছে বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা।
২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে