সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০০:৩৯

ধোনিকে সমীহ করলেন প্রোটিয়া সেই ক্রিকেটার

ধোনিকে সমীহ করলেন প্রোটিয়া সেই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের মহড়া হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস৷ প্রথম টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিরদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। খেলা শুরু হবে ২ অক্টোবর থেকে৷

আগামী বছর মার্চে ভারতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর৷ তার আগে ভারতের মাটিতে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন প্রোটিয়া এই দলপতি৷ আইপিএল-এর হাত ধরে গত আট বছরে ভারতের মাটিতে প্রচুর টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বিদেশি ক্রিকেটারদের৷ আইপিএল চেন্নাই সুপার কিংসের সতীর্থ ধোনি ও ডু’প্লেসিস দেশের জার্সিতে পরস্পরের বিরুদ্ধে লড়বেন৷

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক ডু প্লেসিস বলেন, এবারের  ভারত সফর নিয়ে আমরা ভীষণ আশাবাদী৷ কারণ আগামী বছর ভারতেই বিশ্বকাপ খেলব৷ বর্তমানে আমাদের দলে বেশ কয়েকজন তরুণ রয়েছে, তারা বিশ্বকাপের দলেও জায়গা করে নিয়ে এই সিরিজের সেরাটা দেবে৷ বিশ্বকাপের ঠিক আগে এই সিরিজ আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ৷

ভারত অধিায়ক ধোনিকে সমীহ করে প্রোটিয়া অধিনায়ক বলেন, ধোনি একজন বিচক্ষণ অধিনায়ক৷ ম্যাঠে ও সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে৷ আশা করি ভারত আক্রমণাত্মক ক্রিকেট খেলবে৷
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে