শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০৩:২৯:২৬

কাউন্টিতে মাঠে বসে মোস্তাফিজের খেলা দেখলেন আশরাফুল

কাউন্টিতে মাঠে বসে মোস্তাফিজের খেলা দেখলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক : কাউন্টিতে মাঠে খেলছেন মোস্তাফিজ। আর গ্যালারিতে বসে খেলা দেখছেন আশরাফুল- এটা কোন কল্পনা নয়, বাস্তব। কাউন্টি ক্রিকেটে মোস্তাফিজের অভিষেকের দিনে গ্যালারিতে উপস্থিত থেকে মোস্তাফিজের হয়ে উৎসাহ দিয়ে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এসেক্সের বিপক্ষে সাসেক্সের ম্যাচটি দেখার জন্য কয়েকজন বাংলাদেশির সঙ্গে ছিলেন আশরাফুল। ছিলেন বাংলাদেশের বয়সভিত্তিক দলের সাবেক কোচ শহিদুল আলম রতনও। মোস্তাফিজের খেলা শুরুর আগে গ্যালারিতে বসে ছবিও তোলেন আশরাফুল। সেই ছবি কয়েকজন ভক্ত আবার আপলোড করেছে ফেসবুকে।

এসেক্স ঈগলসের ২৪ রানে হারালো সাসেক্স শার্কস। ২০০ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে এসেক্স ঈগলস প্রথম ধাক্কাটা খেয়েছিল মোস্তাফিজের প্রথম ওভারে। শত চেষ্টা করেও ৪ রানের বেশি তুলতে পারেনি দলটি।

এদিকে জয় পেতে হলে দরকার ওভার প্রতি ১০ রানে উপরে লাগবে। ফলে আগ্রাসী মনোভাবে খেলতে গিয়েছিল মোস্তাফিজকে। আর এই সুযোগের অপেক্ষায় ছিল কাটার শিকারী। বিষাক্ত কাটারে এক এক করে তিনটি শিকার তুলে নিলেন সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন তেতুলিয়ার এই টাইগার।

৩ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে এসেক্স ঈগলসের কফিনের শেষ পেরেকটা পুতে দিলে কাটার মাস্টার। রবি বোপারা, ফোস্টার ও টেইলরকে শিকারে পরিণত করলেন দ্যা ফিজ।  মোস্তাফিজ ওভার প্রতি ৫.৭৫ রান রেট রেখে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন।

সেই ক্ষত আর পুষিয়ে উঠতে পারলো না এসেক্স ঈগলস। ২৪ রানে পরাজয় স্বীকার করতে হলো তাদের। ততক্ষণে মোস্তাফিজদের শিবিরে খুশির জোয়ার বয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ক্রিস ন্যাশ ১৬ বলে ২৫ ও অধিনায়ক লুক রাইটের ২৪ বলে ৩২ রান দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। এরপর ফিল সল্ট ১৯ বলে ৩৩  ও রস টেইলরের ১৬ বলে ২৪ রান করেন। এবং শেষে ক্রিস জর্দানের ২১ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে সাসেক্সের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২০০ রানের টার্গেট দেয়।

২২ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে