শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০৪:৫১:২০

আমাদের নতুন বাংলাদেশি ফ্যানদের অসংখ্য ধন্যবাদ : সাসেক্স

আমাদের নতুন বাংলাদেশি ফ্যানদের অসংখ্য ধন্যবাদ : সাসেক্স

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমান সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে যাওয়ার পরই দলটির সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি ক্রিকেট ভক্তরা দাপিয়ে বেড়াচ্ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাসেক্সের ফেসবুক-টুইটার পোস্টের লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা।

কোনও টেলিভিশিন চ্যানেল খেলাটি লাইভ সম্প্রচার না করায় সাসেক্সের ফেসবুকে পেজে কমেন্টের বন্যা বইয়ে দিয়ে সাসেক্সের স্যোশাল মিডিয়া দখল নেয় মুস্তাফিজ ভক্তরা। ভক্তদের এই সরব উপস্থিত দেখে বিস্মিত ক্লাব কর্তৃপক্ষ।

সে কারণেই ম্যাচ শেষে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের ধন্যবাদ জানাতে ভুলে যায়নি সাসেক্স। ম্যাচ জয়ের পর এক ফেসবুক পোস্টে সাসেক্স লিখেছে, 'যেসব সাসেক্স সমর্থক খেলা দেখতে এসেছেন তারা নিরাপদে বাড়ি ফিরবেন এমনটাই কামনা করি। যারা সামাজিক গণমাধ্যমে আমাদের অনুসরণ করেছেন তাদের প্রতিও ধন্যবাদ। আমাদের নতুন বাংলাদেশি ফ্যানদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের সঙ্গে ছিলেন এবং সমর্থন দিয়েছেন।'

উল্লেখ্য, জয় দিয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অভিষেকেই অব দ্য ম্যাচ মোস্তাফিজুর রহমান। ওভার প্রতি ৫.৭৫ রান রেট রেখে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন। ২৪ রানে জয় পায় মোস্তাফিজের দল।

এসেক্স ঈগলসের ২৪ রানে হারালো সাসেক্স শার্কস। ২০০ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে এসেক্স ঈগলস প্রথম ধাক্কাটা খেয়েছিল মোস্তাফিজের প্রথম ওভারে। শত চেষ্টা করেও ৪ রানের বেশি তুলতে পারেনি দলটি।

এদিকে জয় পেতে হলে দরকার ওভার প্রতি ১০ রানে উপরে লাগবে। ফলে আগ্রাসী মনোভাবে খেলতে গিয়েছিল মোস্তাফিজকে। আর এই সুযোগের অপেক্ষায় ছিল কাটার শিকারী। বিষাক্ত কাটারে এক এক করে তিনটি শিকার তুলে নিলেন সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন তেতুলিয়ার এই টাইগার।

৩ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে এসেক্স ঈগলসের কফিনের শেষ পেরেকটা পুতে দিলে কাটার মাস্টার। রবি বোপারা, ফোস্টার ও টেইলরকে শিকারে পরিণত করলেন দ্যা ফিজ।  মোস্তাফিজ ওভার প্রতি ৫.৭৫ রান রেট রেখে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন।
২২ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে