সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৭:২১

বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত

বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক : এরই মধ্যে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। ৩ দিনের প্রথম টেস্টে জয় পায় ভারত। পরে দ্বিতীয় ম্যাচটি হয়ে ওঠে খুবই গুরুত্বপূর্ণ। পাল্টা জবাব দিয়ে সমতায় ফেরার ম্যাচ বাংলাদেশের। অন্যদিকে নিজেদের ক্রিকেট শক্তির সবটুকু পরিচয় দেয়ার একটি প্লাটফর্ম হাজির হয় ভারতের সামনে।

মর্যাদাগত দিক থেকে এই জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। কিন্তু ভারতের বিপক্ষে তামাশার ক্রিকেটে খেলছেন বেশিরভাগ টাইগার ক্রিকেটারই।

ভারতের সব ব্যাটসম্যান রান পাচ্ছেন। সন্মান জনক রান করে প্যাবিলিয়নে ফিরে গেছেন কয়েকজন। শিখর ধাওয়ান ১৫০, নাইর ৭১ রান করে যেন বিশ্রামে গেলেন।

মুকুন্দ ও লাইর যথাক্রমে ৩৪ ও ৩৮ রান করে প্যাবিলিয়নের পথ ধরেন। এরই মধ্যে বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত।

৬ উইকেট হাতে থাকতেই ভারত সংগ্রহ করেছে ৩৫৯ রান। এই ম্যাচেও হারের লজ্জা পতে পারেন মুমিনুলরা। ম্যাচের কন্ডিশনে মুমিনুলদের অবস্থা নাজেহাল।

প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ২২৮ রান। ভারতের প্রথম সেসন আরো বহুদূর যাবে। তবে এরই মধ্যে বাংলাদেশকে ১৩১ রানের লিড দিয়েছে ভারত।
২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে