শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ১১:৩৯:৩০

‘কাটার মাস্টার মুস্তাফিজকে বোলিং করতে দেখাটাও দারুণ’

‘কাটার মাস্টার মুস্তাফিজকে বোলিং করতে দেখাটাও দারুণ’

স্পোর্টস ডেস্ক : অনেক আশা নিয়ে বাংলাদশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সঙ্গে চুক্তি করেছিল ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স। তবে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল ওয়ানডে কাপের শুরুতে আইপিএল নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ফলে তাকে পায়নি সাসেক্স।

এদিকে আইপিএল শেষ করে দেশে ফিরলেও বিসিবির অনুমতি পাচ্ছিলেন না মুস্তাফিজ। এর মধ্যে ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।

পুনর্বাসন ও বিশ্রাম নিয়ে অবশেষে ইংল্যান্ডে গেছেন মুস্তাফিজ। গতকাল রাতে সাসেক্সের হয়ে অভিষেকও হয়েছে তার। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে সাসেক্সের জয়ের নায়ক 'দ্য ফিজ'।

ম্যাচের পর সাসেক্স অধিনায়ক লুক রাইট বলেন, 'মুস্তাফিজকে এখানে আনতে অনেক কষ্ট করতে হয়েছে। অনেককে এ নিয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে। অবশেষে মুস্তাফিজ প্রমাণ করেছে সে কেন এত মূল্যবান। এখন আমরা বুঝতে পেরেছি সে কেন এত গুরুত্বপূর্ণ।'

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ সাসেক্স অধিনায়ক বলেন, 'সে সত্যি খুব স্পেশাল বোলার। সে আজ যে পারফরম্যান্স করেছে তা দেখাটা সত্যি উপভোগ্য।'

লুক রাইট আরও বলেন, 'সে আজই এখানে উড়ে এসেছে। এখানে এসেই তাকে বল হাতে মাঠ নামতে হয়েছে। এখন আমাদের হাতে সত্যি বিশেষ প্রতিভা রয়েছে।'
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে