স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই নয়া তারকা সৌম্য সরকার ও বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের বলছেন, বর্তমানে ক্রিকেট দর্শকদের মধ্যে দুর্বলতা রায়েছে। ক্রিকেটভক্তরা এখন শুধু জয়ের চিন্তাভাবনাই বেশি করেন। রোববার একটি বেসরকারী স্যাটেলাইট টেলিভিশনের সাক্ষাৎকারে এসব কথা বলেন সাতক্ষীরার এই দুই কৃতী ক্রিকেটার।
ক্রিকেট বিশ্বের বিষ্ময়বালক মুস্তাফিজুর রহমান সাক্ষাৎকারে বললেন, খেলার ভেতর ভালো খারাপ সময় রয়েছে। একজন খেলোয়ার সব সময় ভাল খেলতে পারেন না। ভাল সময়টাকে যেভাবে দেখতে হবে খারাপ সময়টাও সেই ভাবে দেখতে হবে।
খেলোয়ারদের ভাল-খারাপ সময় প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই বলছে, ভারতের ব্যাটসম্যানদের আমার অফ কাটার খেলতে সমস্যায় পড়তে হয়েছে। হয়তো এটাই সাফল্যের অন্যতম কারণ।
কিভাবে অফ কাটার রপ্ত করেছেন এমন প্রশ্নে মুস্তাফিজ বলেন, ওপেনার এনামুল হক বিজয়ের কাছ থেকে অফ কাটারটা শিখেছি। মজার ব্যাপার হলো, ঘরোয়া ক্রিকেটে একবার এই অফ কাটার বলেই তাকে আউট করেছিলাম।
এদিকে, বিবর্ণ এই খোলস থেকে বের হয়ে টেস্টেও নিজেকে প্রমাণ করতে মরিয়া সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে জাতীয় দলের হয়ে কঠোর অনুশীলন করছেন টাইগার এই ওপেনার।
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে টাইগার শিবিরের মারকুটে এই ব্যাটসম্যানের কী ভাবছেন? তা জানতে চাইলে সৌম্য সরকার বলেন, খেলার জন্য সব সময় মুখিয়ে থাকি। অস্ট্রেলিয়াসহ আরো কয়েকটি দেশের বিপক্ষে বিশ্বকাপেই খেলার কথা ছিল। কিন্তু খেলতে পারিনি। এখন টেস্ট সিরিজে তাদের বিপক্ষে খেলার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তাদের বিপক্ষে মাঠে নামলেই বোঝা যাবে দল হিসেবে আমরা কোথায় রয়েছি, আর কোথায় উন্নতির প্রয়োজন আছে।
টাইগার ভক্তদের উদ্দেশ্য করে সৌম আরো বলেন, আগে টেস্টে ড্র হলেই সবাই খুশি থাকতেন। সাম্প্রতি পাকিস্তানকে যখন বড় ব্যবধানে হারিয়েছি তখন ক্রিকেট ভক্তদের আস্থা শক্ত হয়েছে। আর সেই আস্থার জায়গাটা সামনে রেখে ভারতের সঙ্গে খেলা শুরু করেছিলাম। ভারতকে বড় ব্যবধানে হারিয়েছি। এরপরে ভারতের কাছে শেষ ম্যাচটা যখন হারলাম তখন দর্শকদের মনে প্রশ্ন উদয় হয়েছে যে কী কারণে সেই ম্যাচটা হারলাম। আসলে ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছিল।
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস