স্পোর্টস ডেস্ক: কে না শুনেছে ব্রায়ান লারা নাম! ক্রিকেটপ্রেমীদের জন্য একটি অতি পরিচিত ও সম্মানিত একটি নাম। যার উপাধি ক্রিকেটের বরপুত্র। রায়ান লারাকে সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসেবে গণ্য করা হয়। তিনি টেস্ট ক্রিকেট ব্যাটসম্যান রেটিং-এ বহুবার ১ নং ব্যাটসম্যান হয়েছেন। টেস্ট ক্রিকেটে ব্যাটিং-এর অনেক রেকর্ডই তার। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি ফার্স্ট-ক্লাস ক্রিকেটে কুয়ান্টিপল সেঞ্চুরি (পাঁচশ’ রান) এবং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে কুয়াড্রপল সেঞ্চুরি (চারশ’ রান) করেছেন। ২০০৭ সালের তিনি সকল প্রকার ক্রিকেট থেকে অবসর নেন। তারপরও ক্রিকেট খেলাটা ভুলতে পারছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই গ্রেট।
রোববার একটি চ্যারিটি ম্যাচ খেলতে ব্যাাট হাতে মাঠে নেমে পড়েন লারা। মাঠে নেমে বুড়ো বয়সে আবারও ক্রিকেট মাঠ কাঁপান তিনি।৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেন সাবেক এই ক্যারিবীয় তারকা। তবে দুঃখের বিষয় হলো যে, কাইরন পোলার্ডের ঝোড়ো ইনিংসের কাছে হেরে যায় লারার দল।
গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘ইরিকার’ আঘাতে লন্ডভন্ড ডমিনিকাকে সাহায্য করতে এই চ্যারিটি ম্যাচের আয়োজন করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড(ডব্লিউআইসিবি)।
এতে শুধু ক্রিকেটারাই অংশ নেননি। লারার সঙ্গে চ্যান্সেলর একাদশের হয়ে খেলেছেন দেশটির সাবেক স্পিন্টার ইয়োহান ব্ল্যাক, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার ডিউট ইয়র্ক, ডোয়াইন ব্রাভো, কাটলি অ্যামর্বোসরা।
আর ওয়েস্ট ইন্ডিজ বোর্ড একাদশের হয়ে খেলেন পোলার্ড, শিব নারায়ণ চন্দরপল, জেসন হোল্ডার ও মারলন স্যামুয়েলসরা। শুধু পুরুষরাই নন, বোর্ড একাদশের হয়ে খেলেছেন দেশটির তারকা মহিলা ক্রিকেটার স্টেফেনি টেলরও।
ম্যাচে ৪৩ বলে ৬৮ রান করেন লারা। আটটি চারের সঙ্গে তার ইনিংসে ছিলো একটি বিশাল ছক্কার মারও। তবে পোলার্ডের ২২ বলে ৪৯ রানের টর্নেডো ইনিংসের পর ৭ উইকেটে হেরে যায় লারার দল।
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস