ইসলাম ডেস্ক: অভিষেক হওয়ার পরই বল হাতে মাঠে গর্জন তুলেছিলেন নাটোরের ছেলে তাইজুল ইসলাম। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-বাংলাদেশ হোম সিরিজ খেলবে এমটাই স্বপ্ন ছিল তার। তবে তার সেই সব স্বপ্নগুলো ম্লান হয়ে যাওয়ার উপক্রম হয় জন্ডিস আক্রান্ত হয়ে। আগস্টের শেষ সপ্তাহে এলিট ক্রিকেটার্স কন্ডিশনিং ক্যাম্পে থাকাকালীন দুর্বলতা অনুভব করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আশঙ্কা করা হয় জন্ডিসে আক্রান্ত হয়েছেন তাইজুল। যে কারণে তাকে এক সপ্তাহের পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়।
এক সপ্তাহ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সেপ্টেম্বরের ২১ তারিখ পর্যন্ত তাকে পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেন চিকিৎসকেরা। অবশেষে সুস্থ হয়ে উঠেছেন তাইজুল। আর সুস্থ হয়েই পেয়েছেন সুসংবাদ। জন্ডিসজনিত কারণে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন তাইজুল। যদিও নিতাপত্তাজনিত কারণে এখনো এই সিরিজ নিয়ে ঘনিয়ে ওঠা অনিশ্চয়তা কাটেনি।
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
ইসলাম ডেস্ক: অভিষেক হওয়ার পরই বল হাতে মাঠে গর্জন তুলেছিলেন নাটোরের ছেলে তাইজুল ইসলাম। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-বাংলাদেশ হোম সিরিজ খেলবে এমটাই স্বপ্ন ছিল তার। তবে তার সেই সব স্বপ্নগুলো ম্লান হয়ে যাওয়ার উপক্রম হয় জন্ডিস আক্রান্ত হয়ে। আগস্টের শেষ সপ্তাহে এলিট ক্রিকেটার্স কন্ডিশনিং ক্যাম্পে থাকাকালীন দুর্বলতা অনুভব করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আশঙ্কা করা হয় জন্ডিসে আক্রান্ত হয়েছেন তাইজুল। যে কারণে তাকে এক সপ্তাহের পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়।
এক সপ্তাহ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সেপ্টেম্বরের ২১ তারিখ পর্যন্ত তাকে পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেন চিকিৎসকেরা। অবশেষে সুস্থ হয়ে উঠেছেন তাইজুল। আর সুস্থ হয়েই পেয়েছেন সুসংবাদ। জন্ডিসজনিত কারণে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন তাইজুল। যদিও নিতাপত্তাজনিত কারণে এখনো এই সিরিজ নিয়ে ঘনিয়ে ওঠা অনিশ্চয়তা কাটেনি।
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ