স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে শেষ তিন দিনের ম্যাচে ১৮৩ রানের লিড নিয়ে ম্যাচ ঘোষণা করেছে ভারত ‘এ’ দল। ম্যাচের দ্বিতীয় দিনে ৫ উইকেট হারিয়ে ৪১১ রান তোলে ভারত। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হারিয়ে ২২৮ করেছিল।
১৮৩ রানের লিড মাথায় নিয়ে বাংলাদেশ 'এ' দল এখন ব্যাট করছে। শুরুতেই কোন রান না তুলতেই এনামুল পান্ডের বলের কারুণ নাইরের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন এবং অপর ওপেনার সৌম্য সরকার ১৯ রান তুলে উমেশ যাদবের শিকার হয়ে ফিরে গেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৬ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন অধিনায়ক মমিনুল ৯ রান ও উইকেট রক্ষক লিটন দাশ ৭ রান নিয়ে।
শেখর ধাওয়ানের সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে প্রথম দিন শেষ করেছিল ভারত ‘এ’ দল। দ্বিতীয় দিনে তারা আরো চার উইকেট হারিয়ে দলীয় স্কোরে ২৫০ রান যোগ করে ইনিংস ছেড়ে দেয়।
প্রথম দিনে ১১৬ রানে অপরাজিত থাকা শেখর ধাওয়ান দ্বিতীয় দিনে ১৫০ রান করে সাকলাইন সজীবের বলে আউট হন। ধাওয়ান ছাড়াও বিজয় শানকার ৮৬, করুণ নাইর ৭১, শ্রেয়াস আইর ৩৮ ও নামান ওঝা অপরাজিত ২৫ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেন জুবায়ের হোসেন। একটি করে উইকেট পান শুভাগত হোম, নাসির হোসেন ও সাকলাইন সজীব।
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস