সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৯:০৩

ভারতে এসেই কোহলিদের বিরুদ্ধে ডু-প্লেসিসের হুংকার

ভারতে এসেই কোহলিদের বিরুদ্ধে ডু-প্লেসিসের হুংকার

স্পোর্টস ডেস্ক: তিনটি টি-২০, পাঁচটি ওয়ানডে ও চারটি টেস্ট খেলতে বর্তমানে ভারত সফরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টি-২০ দিয়ে সিরিজ শুরু করবে প্রোটিয়ারা। আর এই তিনটি টি-২০ ম্যাচ দিয়ে আগামী বিশ্বকাপের প্রস্তুতি সেড়ে নিতে চাইছেন সফরকারী দলপতি ডু-প্লেসিস, ‘এখানেই আগামী টি-২০ বিশ্বকাপ খেলতে হবে আমাদের। তাই এ সফরটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সফর দিয়ে আগামী বিশ্বকাপের প্রস্ততিটা সেরে নিতে চাই আমরা। আর সে কারণে কোহেলিদের বিরুদ্ধে সবগুলো ম্যাচে আমরা জয় পেতে চাই।’

২০১৩ সালের পর আবারো ভারত সফরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দু’মাসেরও বেশি স্থায়ী ভারত সফরে তিনটি টি-২০ ছাড়াও ৫ ওয়ানডে ও ৪ টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়ারা। টি-২০ দিয়ে এবারের সফর শুরু করছে দক্ষিণ আফ্রিকা।

তিনটি টি-২০ ম্যাচ নিয়ে ডু-প্লেসিস বলেন, ‘আমি এই সফর নিয়ে অনেক বেশি উত্তেজিত। কারণ এটি ভারত। আর এখানেই অনুষ্ঠিত হবে আগামী টি-২০ বিশ্বকাপ। এই তিনটি ম্যাচ দিয়ে এখানকার কন্ডিশন সর্ম্পকে ভালোভাবেই ধারণা নিতে পারবে দলের সদস্যরা। বর্তমান দলে অনেকেই নতুন ও তরুণ খেলোয়াড়। যারা আগামী বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। তাই আসন্ন সফরটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সফর দিয়ে আগামী বিশ্বকাপের প্রস্ততিটা সেড়ে নিতে চাই আমরা। আশা করবো দলের সবাই বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিরিজ দিয়ে নিজেদের তৈরি করবে। এই সিরিজ আর বিশ্বকাপের মধ্যে কোন পার্থক্য নেই।’

ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে ডু-প্লেসিসের। অতীতের সফরের পাশাপাশি, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) চেন্নাই সুপার কিংস-এ হয়ে খেলেছেন তিনি। ভারতের ওয়ানডে ও টি-২০ অধিনায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ডু-প্লেসিস।

শুধুমাত্র ধোনিরই নয়, টেস্ট অধিনায়ক কোহলির প্রশংসাও করেছেন ডু-প্লেসিস। কোহলি অনেক বেশি আক্রমণাত্মক জানিয়ে ডু-প্লেসিস বলেন, ‘কোহলি অনেক বেশি আক্রমনাত্মক। তার চেহারা ও অধিনায়কত্বে সেটি ফুটে উঠে। সতীর্থদের কাছ থেকে পারফরমেন্স বের করে আনতে পারে। টেস্টে তার নেতৃত্ব ভারতের উপকারে দেবে। দলটি অভিজ্ঞতায় কম ভরপুর হলেও, কোহলির পারফরমেন্স ও অধিনায়কত্ব ভারতকে সাফল্যের স্বাদ দিবে।’
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে