সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০২:০০

মেসির ইনজুরি প্রসঙ্গে ডাক্তার যা বলছে

মেসির ইনজুরি প্রসঙ্গে ডাক্তার যা বলছে

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক ও বর্তমান বিশ্বে ফুটবল যাদুকর বলে পরিচিত লিউনেল মেসি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে লা লিগার একটি ম্যাচে পালমাসের বিপক্ষে খেলার সময় মারাত্বক চোট পেয়েছেন। তার চোট এতটাই গুরুত্বর ছিল যে, সাথে সাথেই তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তিতে হাসপাতালে ভর্তী করা হয়।

মেসির চোট সম্পর্কে আর্জেন্টিনা ফুটবল দলের ডাক্তার দোনাতো ভিল্লানি বলেছেন, ‘আমি অনেক বছর থেকে মেসিকে চিনি ও জানি। আমার বিশ্বাস দুই মাসেরও কম সময়ে সে মাঠে ফিরিবে। ছয় সপ্তাহের মধ্যেই আমরা তাকে ম্যাচ খেলতে দেখতে পারব। কারণ, আমি জানি মেসি একজন বিশ্বসেরা পেশাদারী ফুটবলার।

তিনি আরও যোগ করেন, মেসির যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তবে প্রথম ধাপে তাকে বিশ্রামে থাকতে হবে। এরপর সে দ্রুতই ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত করতে পারবে। আমি জানি, সে সম্ভাব্য সবচেয়ে কম সময়ে চোট থেকে সেরে উঠবে।

মেসি সেই ম্যাচে মাত্র তিন মিনিটে পায়ে চোট পান। এরপরও বেশ কিছুক্ষণ মাঠে ছিলেন মেসি। তবে, ম্যাচের দশম মিনিটে মাঠ ত্যাগ করেন ইউরোপ সেরা ফুটবলার। মেসির বদলি হিসেবে দশম মিনিটে মাঠে নামেন মুনির আল হাদ্দাদি।

মাঠের বাইরে যাবার পর মেসিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার টেস্ট করানোর পর বার্সার ক্লাব টুইটার থেকে জানানো হয়, ‘মেসির বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ কারণে তাকে ৭-৮ মাস মাঠের বাইরে থাকতে হবে।
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে