স্পোর্টস ডেস্ক: আগের দিনে ক্রিকেট থেকে মিলিয়ন মিলিয়ন অর্থ উপার্জন সম্ভব না হলেও আইপিএল কিংবা বিপিএলের যুগে ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে খেলোয়াররা যেমন তারকা, টাকা আয়ে ক্ষেত্রেও ক্রিকেটাররা অনেক এগিয়ে। তাছাড়া খেলোয়াড়রা বেশ ভাল অঙ্কের বেতন পেয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন পণ্যর প্রতিনিধিত্ব করেও উপার্জন করে থাকেন টাকা। চলুন দেখে নেয়া যাক চলতি মৌসুমে (২০১৪-২০১৫) এখন পর্যন্ত সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া সেরা ১০ ক্রিকেটারদের নামের তালিকা।
প্রথম পর্বে আজ থাকছে তালিকার শেষের দিক থেকে পাঁচজন ক্রিকেটারের নাম:
১০. ইউসুফ পাঠানঃ ইন্ডিয়াকে প্রতিনিধিত্ব করা এই ডানহাতি খেলোয়াড়ের প্রধান ভূমিকা ব্যাটিং, সাথে বোলিং ও করে থাকেন। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ ডেব্যু এবং ২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ডেব্যু করা এই ব্যাটসম্যানের চলতি মৌসুমে মোট উপার্জন হিসাব করা হয়েছে $৩.৭ মিলিয়ন । ইউসুফ পাঠান $৩.৩ মিলিয়ন বেতন হিসেবে এবং $৩৫০,০০০ উপার্জন করেছেন ব্র্যান্ড এম্বাসেডস হিসেবে। বিশ্ববিখ্যাত পেপসিকো টাটা ইন্ডিকম এর মত ব্র্যান্ড তার উল্লেখযোগ্য কিছু স্পন্সরদের মধ্যে।
৯. রিকি পন্টিং: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে রিকি পন্টিং একজন। দলে তার ভূমিকা ডানহাতি ব্যাটসম্যান হিসেবে। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন বড় বড় লীগে খেলেছেন তিনি। চলতি মৌসুমে তার আয় $৪.১ মিলিয়ন যার $১.৮ মিলিয়ন বেতন থেকে এবং $২.৩ মিলিয়ন তার নামের ইনডোরসমেন্ট থেকে উপার্জিত। পন্টিংএর মুখ্য স্পন্সরদের মধ্যে রয়েছে কোকাবুড়া, ভালভোলাইন এবং রেক্সোনা।
৮. ব্রেট লি: ব্রেট লি ও অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশী জনপ্রিয়তা পাওয়া খেলোয়ারদের একজন। আইপিএল, বিগব্যাশের মত জমজমাট লীগগুলিতে দেখিছেন তার বোলিং দক্ষতা। ডানহাতি এই ক্রিকেটার দলে ফাস্ট বোলার হিসেবে খেলেন। ব্রেট লির চলতি মৌসুমে উপার্জন $৪.৮ মিলিয়ন। এই টাকার ১.৮ মিলিয়ন এসেছে বেতন এবং জয় থেকে বাকী ৩ মিলিয়ন এসেছে রিবক, গেটোরেড, ভোদাফোনদের মত বিভিন্ন ব্র্যান্ডের পৃষ্ঠপোষোকতা থেকে।
৭. মাইকেল ক্লার্ক: কিছুদিন আগে ক্রিকেট থেকে অবসর নেওয়া মাইকেল ক্লার্কও অস্ট্রেলিয়ান খেলোয়াড়। আইপিএলে পুনে ওয়ারিওর্স এর হয়েও খেলেছেন তিনি। দলে তার রোল ডানহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান। ক্লার্কের টেস্ট ডেব্যু ২০০৪ এবং ওয়ানদে ডেব্যু ২০০৩ সালে। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের চলতি মৌসুমে আয় ছিল $৪.৯ মিলিয়ন। ২.৭ মিলিয়ন ছিল বেতন এবং ২.২ ছিল স্পন্সর থেকে উপার্জিত। মুখ্য স্পন্সর স্পার্টান স্পোর্টস, জিলেট, বন্ডস।
৬. শেন ওয়াটসন: অস্ট্রেলিয়া দলের হয়ে খেলা ওয়াটসন জাতীয় দলে অলরাউন্ডার হিসেবে খেলছেন ২০০২ সালের ওয়ানডে ডেব্যু থেকে, ওয়াটসনের টেস্ট ডেব্যু ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে। তার গত মৌসুমের আয় ৫.৯ মিলিয়ন ডলার যার প্রায় অর্ধেক এসেছে বেতন থেকে এবং বাকি ৩ মিলিয়ন এসেছে বিভিন্ন বিশ্বসেরা ব্র্যান্ডের স্পন্সরশীপ থেকে।
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ