সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৯:৩৫

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আক্ষেপ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আক্ষেপ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে না আসায় আক্ষেপ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, অস্ট্রেলিয়া আমাদের ভুল বুঝলো, জঙ্গিবাদের ভয় করলো, আমরা চাই তাদের ভুল ভাঙুক। এদেশে জঙ্গিবাদেরতো কোন প্রশ্নই আসে না, এদেশের ক্রিকেটকে কলঙ্কিত করার আস্পর্ধা কারোরই কখনো হয়নি। সোমবার মন্ত্রণালয়ে তার কক্ষে এমনটা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কোন এক প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া দল। কিন্তু তারা ভুল ধারণা পেয়েছে। তারা যে জঙ্গিবাদের কথা বলছে, সেটির অস্তিত্ব বাংলাদেশে নেই। এদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে তাদের কষ্ট হওয়ার কথা নয়। দেশের পরিস্থিতি এখন অনেক নিরাপদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সোমবারের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিসিবি, ৠাব, পুলিশসহ সংশ্লিষ্ট সবাই নিরাপত্তার বিষয়গুলো সবিস্তারে তাদের জানিয়েছে। অস্ট্রেলিয়া দলকে ভিভিআইপি মর্যাদার আশ্বাস দেওয়া হয়েছে। অথচ সিদ্ধান্ত নিয়ে কোনো আভাস দেয়নি প্রতিনিধি দল।

তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়টি জানতে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান (শন ক্যারল) এসেছেন। তার দেওয়া প্রতিবেদন এখানে গুরুত্ব রাখবে। আজ বৈঠক হয়েছে, তাতে তাদের কাছে আমরা যে পরিস্থিতি তুলে ধরলাম, তাতেও যদি তাদের সিদ্ধান্ত না বদলায়, তা হবে আরও কষ্টের।

উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নিরাপত্তার আশঙ্কা দেখিয়ে সফর আপাতত স্থগিত করে তারা। স্থগিতের ঘোষণার পরে রোববার ঢাকা আসছেন শন ক্যারলের নেতৃত্বে অস্ট্রেলিয়ার দুই সদস্যের নিরাপত্তা পরিদর্শক দল। দলটি বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাথে দফায় দফায় বৈঠক করছে।এ ছাড়া ও বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে।
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে