স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের প্রতিবাদী মেয়ে শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে দেখা করেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক ডেভিড বেকহাম।
সাক্ষাতের পর সোমবার মালালার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন বেকহাম। ছবিটি পোস্ট করে ডেভিড বেকহাম লিখেছেন, অবিশ্বাস্য এবং অনুপ্রেরণাদানকারী মালালার সঙ্গে সাক্ষাৎটা ছিল আমার সৌভাগ্য।
বেকহাম মালালার প্রশংসা করে বলেন, হাজার হাজার মানুষের সত্যিকারের রোল মডেল মালালা।
সম্প্রতি বলিউডের অভিনেতা জ্যাকি ভাগনানির সঙ্গেও দেখা হয়েছিল মালালার।
উল্লেখ্য, পাকিস্তানের প্রতিবাদের প্রতীক মালালা পাকিস্তানের সোয়াত উপত্যকার মেয়ে। মাত্র ১৭ বছর বয়সে নোবেল পুরস্কার পান তিনি। এত অল্প বয়সে এর আগে কেউ নোবেল পুরস্কার পায়নি।
কট্টরপন্থী তালেবানদের হুমকি উপেক্ষা করে নারীশিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে ২০১২ সালের অক্টোবরে মালালার মাথায় গুলি করেছিল জঙ্গিরা। তবে প্রথম আলোচনায় এসেছিলেন ২০০৯ সালে।
তার লেখা ডায়েরি বিবিসির উর্দু বিভাগে প্রকাশিত হওয়ার পর। তালেবানদের অধীনে উত্তর-পশ্চিম পাকিস্তানের নির্যাতিত নারীদের বাস্তব এক ছবি ফুটে উঠেছিল মালালার লেখায়। এরপর থেকেই তালেবানদের লক্ষ্য ছিলেন তিনি।
২০১২ সালের অক্টোবরে স্কুলবাসে থাকা মালালার ওপর জঙ্গিরা গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে জীবন সংকটে পড়েছিলেন মালালা। পরে উন্নত চিকিৎসার জন্য মালালাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসার পর সুস্থ হয়ে যুক্তরাজ্যেরই একটি স্কুলে লেখাপড়া শুরু করেছিলেন মালালা। এ ঘটনার পর থেকেই সারা পৃথিবীর দৃষ্টি পড়ে মালালার প্রতি।
এরই মধ্যে প্রকাশিত হয়েছে মালালার আত্মজীবনী ‘আই অ্যাম মালালা’। বক্তব্য রেখেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে। নোবেল পুরস্কারসহ বিশ্বের বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কারও পেয়েছেন তিনি।
বিখ্যাত টাইম সাময়িকীর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও স্থান পেয়েছেন মালালা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
২৮, সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম