স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে সফর পেছানো নিয়ে দুই দেশের ক্রিকেট কর্তারা সিরিজ শুরু করা জন্য চেস্টা চালিয়ে যাচ্ছে বলে এমনটি জানিয়েছে অস্ট্রেলিয়া হাই কমিশন। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার কথা জানিয়ে শনিবার সফর পিছিয়ে দেওয়ার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ সরকার এই আশঙ্কাকে ‘ভিত্তিহীন’ বলেছে।
বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে নতুন অধিনায়ক স্টিভ স্মিথের নেতৃত্বে আগামী সোমবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল অস্ট্রেলিয়া দলের। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও গত বছর বাংলাদেশ সফলভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ আয়োজন করায় অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রোববার ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার হাই কমিশন বলেছে, বাংলাদেশ অস্ট্রেলিয়ার স্বার্থের উপর জঙ্গি হামলার পরিকল্পনা থাকতে পারে, আশঙ্কায় অজি ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করে।
অন্যদিকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান প্রধান কর্তারা বলেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হবে। অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে কড়া নিরাপত্তার শর্ত চায়। পাপন সেই শর্ত মেনেই নিয়েছেন। আর এই বার্তায় হয়তো বুধবারে আসতে পারে অস্ট্রেলিয়া!
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস