সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫৩:০৩

তবুও টাইগারদের বিপক্ষে খেলা নিয়ে টালবাহানায় অস্ট্রেলিয়া

তবুও টাইগারদের বিপক্ষে খেলা নিয়ে টালবাহানায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ভিভিআইপি নিরাপত্তার আশ্বাস সত্ত্বেও বাংলাদেশ সফরের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত ২৪ ঘণ্টায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা আধিকারিক শন ক্যারল দফায় দফায় বৈঠক করেছেন বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে। অস্ট্রেলীয় দলকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেয়ার কথা জানিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সফরসূচি বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করতে ক্যারলদের টালবাহানা এখনও চলছে।

রবিবারই ঢাকা পৌঁছেছেন শন ক্যারল। ঢাকার অস্ট্রেলীয় দূতাবাসে তিনি প্রথমে বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেনসহ বেশ কয়েক জন বোর্ডকর্তার সঙ্গে। ক্রিকেট সিরিজের আয়োজক বিসিবি’র তরফে ক্যারলকে আশ্বাস দেয়া হয়, সরকারের সঙ্গে কথা বলে অস্ট্রেলীয় দলের সব রকমের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। সোমবার সকাল ১১টায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূত গ্রেক উইলকক এবং শন ক্যারলকে নিয়ে বৈঠক করেন। বিসিবি সভাপতি এবং দেশের চারটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশ সফরকালে অস্ট্রেলীয় ক্রিকেট দলকে ভিভিআইপি নিরাপত্তা দেয়া হবে। যদি তারা আরও বেশি নিরাপত্তা চান, তাও দেয়া হবে। এরপরও উইলকক বা ক্যারল সফর বহাল রাখার ব্যাপারে কোনও আশ্বাস দিতে পারেননি।

অস্ট্রেলিয়ার তরফে বার বার একটি সতর্কবার্তার কথা তুলে ধরা হচ্ছে। অস্ট্রেলীয় পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সে দেশের ক্রিকেট সংস্থাকে জানিয়েছে, বাংলাদেশ অস্ট্রেলীয়দের পক্ষে নিরাপদ জায়গা নয়। কীসের ভিত্তিতে অস্ট্রেলীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কবার্তা, সে প্রসঙ্গে  অবশ্য কোনও সদুত্তর উইলকক বা ক্যারল দিতে পারেননি। তারা জানিয়েছেন, বাংলাদেশের সরকার ও ক্রিকেট কর্তাদের সঙ্গে বৈঠকের রিপোর্ট তারা দেশে পাঠাচ্ছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা রিপোর্টে সন্তুষ্ট হলে মঙ্গলবার রাতেই অস্ট্রেলীয় দল ঢাকার উড়ান ধরবে।

বাংলাদেশের বিরোধী দল বিএনপি অবশ্য গোটা বিষয়টির দায় চাপাতে চাইছে শেখ হাসিনার সরকারের ওপর। বিএনপি এক সাংবাদিক সম্মেলনে সোমবার দাবি করেছে, হাসিনার সরকার দেশে জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত নিয়ে অপপ্রচার চালিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই এখন অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে। বাংলাদেশ সরকারের তরফে অবশ্য সে অভিযোগে আমল দেয়া হয়নি। বরং ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণ নিয়ে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ক্রিকেট সিরিজের দিনক্ষণ এবং সব আয়োজন চূড়ান্ত হওয়ার পরে কেন এ ধরনের টালবাহানা, তা নিয়েই প্রশ্ন তুলেছে বিভিন্ন শিবির। নিজেদের নিরাপত্তার বিষয়ে নিঃসংশয় হওয়ার পরই সিরিজ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সম্মতি দেয়া উচিত ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার, বলছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।-সূত্র: আনন্দবাজার পত্রিকা
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে