স্পোর্টস ডেস্ক : তার ব্যাটের জাদুতে এত দিন বুঁদ হয়েছিলেন আমজনতা। এ বার তার গানের জাদুতে মুগ্ধ হওয়ার পালা। তিনি সচিন টেন্ডুলকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'স্বচ্ছ ভারত অভিযান' -এর জন্য গান গাইলেন মাস্টার ব্লাস্টার। সম্প্রতি স্টুডিওতে গিয়ে রেকর্ডিংও করেছেন তিনি। সেই ছবি নিজের টুইটারে শোরও করেছেন তিনি। তার সকল অনুরাগীকে প্রধানমন্ত্রীর এই অভিযানকে সমর্থন করার ডাকও দিয়েছেন তিনি।
২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম শতাবার্ষিকিতে মুক্তি পেতে চলেছে এই অ্যালবাম৷
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ৮৬তম জন্মদিনে গান গাইলেন সচীন৷ গানটিতে সুর দিয়েছেন সঙ্গীতের জগতে ত্রিমূর্তি শঙ্কর-এহসান-লয়৷ সুর দেওয়ার পাশাপাশি সচিনের সঙ্গে গানে গলা মিলিয়েছেন শঙ্কর মহাদেবন৷
নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্বচ্ছ ভারত অভিযানে আরও জনসচেতনা বাড়াতে সেলিব্রিটিরা এক সঙ্গে গলা মিলিয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে সবাই এগিয়ে এসেছেন৷
গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার প্রসূন জোশী৷ ভিডিও করেছেন মুকেশ ভাট৷ খবর: আনন্দবাজার পত্রিকার
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে